‘দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে’ -এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত আট মাসে ১৬৫ জন নিহত হয়েছেন। ৩শ’র বেশি মানুষ গুম হয়েছে। দেশে চলছে প্রতিহিংসার রাজনীতি। আর এই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল বিএনপি। রবিবার বিকালে মৌলভীবাজারে জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে সরকারী স্কুল মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ দাবি করেন, ৮৬ সালের পর হরতাল, জ্বালাও পোড়াও শুরু হলে শান্তির জন্য গণতন্ত্রের জন্য তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন। কিন্তু এই গণতন্ত্র আর ফিরে আসেনি। হরতাল হয়েছে। মানুষ মরেছে। এরশাদ আরও দাবি করেন, তার চলে যাওয়ারপর আর গণতান্ত্রিক সরকার গঠিত হয়নি। একদলীয় সরকার গঠন হয়েছে। দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যা তার সময়ে ছিল না। উপজেলা বাতিল হয়েছে, উন্নয়ন হয়নি। এরশাদ বলেন, দেশের শান্তির জন্য এখন জাতীয় পার্টির শাসন দরকার। দেশে কর্ম সংস্থানের ব্যবস্থা নেই। তরুণ-যুবকরা ঝুকে পড়ছে ইয়াবা-ফেন্সিডিল সেবনে। এই তরুণ-যুবকদের সুপথে ফেরাতে হবে। তাই আগামী নির্বাচনে জাতীয় পাটির ১৫১ টি আসনের দরকার। সেই হিসাবে সবাইকে প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান, তাজ রহমান, জিয়াউল হক মৃধা, হবিগঞ্জের ইয়াহিয়া চৌধুরী, আব্দুল মুনিম চৌধুরী, সুনামগঞ্জের পীর ফজলুর রহমান মিছবাহ এমপি ও যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নূরুল প্রমুখ।
No comments