‘ইমাম সাহেব গোপন কথা বলে দিয়েছেন’ -একিউএম বদরুদ্দোজা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, গোপন কথা রইল না গোপন, ইমাম সাহেব বলে দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে রবিবার দুপুরে ৭ই নভেম্বর উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য এ বছরের সর্ব নিকৃষ্ট উক্তি। ঘুষ নেয়া দোষের নয় তিনি এ ধরনের মন্তব্য করে জঘন্য অন্যায় করেছেন। কিছুদিন পর দেখা যাবে তিনি বার্ষিক বাজেট পাসের সময় ঘুষের বাজেটও পেশ করবেন। তিনি বলেন, সরকারের মধ্যে নানান প্রজাতির মন্ত্রীদের মাধ্যমে বিচিত্র এ মন্ত্রীসভা এখন চিড়িয়াখানায় পরিণত হয়েছে। রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, একজন মন্ত্রী ৬৭ বছর বয়সে বিয়ে করলেন, আমি এর বিরুদ্ধে নই। এ জন্য এতো পাবলিসিটি কেন? এই গায়ে হলুদ, এই বিয়ের অনুষ্ঠান, একটি ছবিও নাকি বানানো হবে! বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, দয়া করে আপনারা কেউ জয়কে নিয়ে কথা বলবেন না। ভাল বাংলাও বলতে পারে না। তাকে বলতে দিন। আশার কথা শুনাবে। সে লার্নিং প্রসেসে আছে। সে বাংলাদেশে ছিল না। বিদেশে থেকেছে এমনকি বিয়েও করেছে বিদেশীনীকে। তাই সে অনেক কিছুই জানে না। তাকে শিখতে দিন, জানতে দিন। তাকে নিয়ে কেউ মন্তব্য করবেন না। তিনি বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশে মুক্ত বুদ্ধির রাজনীতির সূচনা করেছিলেন। তার কল্যাণেই দেশের রাজনৈতিক দলগুলো প্রাণ ফিরে পেয়েছিল। এমনকি আওয়ামী লীগেরও পুর্নজন্ম হয়েছিল। ৭ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশ রুদ্ধদশা থেকে মুক্ত হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতার জন্য আসেন নাই। তিনি দেশের নেতৃত্বশূণ্যতা পূরণে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি দেশের হাল ধরেছিলেন। সংঠনের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতি আরও বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।
No comments