রাতকো ম্লাদিচকে হেগে পাঠানোর প্রক্রিয়া শুরু
স্রেব্রেনিৎসায় গণহত্যার ঘটনার কথিত মূল হোতা সন্দেভাজন বসনীয়-সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে হেগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষ আশা করছে, আগামী ১০ দিনের মধ্যে হেগে পাঠানো হবে তাঁকে। সেখানে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।
বসনিয়ায় ১৯৯২-৯৫ সালে গৃহযদ্ধ চলাকালে স্রেব্রেনিৎসা শহরে ঠান্ডামাথায় কয়েক হাজার মুসলিমকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্রেব্রেনিৎসার এ গণহত্যাই ছিল সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড। স্রেব্রেনিৎসায় গণহত্যা ও ৪৩ মাস সারায়েভো শহর অবরোধ করে রাখার অপরাধে ১৯৯৫ সালে তৎকালীন বসনীয়-সার্ব সেনাপ্রধান ম্লাদিচকে অভিযুক্ত করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। কিন্তু প্রায় ১৬ বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সার্বিয়ার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বসনিয়ায় ১৯৯২-৯৫ সালে গৃহযদ্ধ চলাকালে স্রেব্রেনিৎসা শহরে ঠান্ডামাথায় কয়েক হাজার মুসলিমকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্রেব্রেনিৎসার এ গণহত্যাই ছিল সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড। স্রেব্রেনিৎসায় গণহত্যা ও ৪৩ মাস সারায়েভো শহর অবরোধ করে রাখার অপরাধে ১৯৯৫ সালে তৎকালীন বসনীয়-সার্ব সেনাপ্রধান ম্লাদিচকে অভিযুক্ত করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। কিন্তু প্রায় ১৬ বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সার্বিয়ার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
No comments