‘বার্সেলোনাকে হারানোর কৌশল জানে ফার্গি’
চ্যাম্পিয়নস লিগের আজকের ফাইনালে বার্সেলোনা ফেবারিট—এ বিশ্বাস প্রায় সব ফুটবলপ্রেমীরই। তবে লিভারপুল ম্যানেজার কেনি ডালগ্লিশ মনে করেন, বার্সেলোনা ফেবারিট হলেও এ দলটিকে হারানোর ক্ষমতা ম্যানচেস্টার ইউনাইটেডের রয়েছে। ‘রেড ডেভিল’ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন হয়তো বার্সেলোনাকে হারানোর বিশেষ কোনো কৌশল ঠিক করে রেখেছেন। তিনি মাঠেই এর প্রমাণ দেবেন।
ডালগ্লিশ বলেন, ‘কোনো সন্দেহ নেই শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দারুণ উপভোগ্য হবে। দুই দলের কাছেই এই ফাইনালের গুরুত্ব অপরিসীম। এই ম্যাচে অবশ্য সবাই বার্সেলোনাকে অবিসংবাদিত ফেবারিটের আসনে বসিয়ে রেখেছে।’
‘বার্সেলোনা এ মুহূর্তে দারুণ খেলছে। তাদের থামাতে হলে কিছু কৌশল দরকার। আমি নিশ্চিত ফার্গি এ নিয়ে নিশ্চয়ই আলাদাভাবে ভেবেছে। এবং বার্সেলোনাকে হারানোর কিছু কৌশলও তিনি ঠিক করে রেখেছেন।’ ডালগ্লিশের অভিমত।
আজ রাতের ফাইনাল যথেষ্ট ‘মরণপণ’ হবে বলেই ধারণা ডালগ্লিশের। তিনি বলেছেন, ‘এটা ঠিক, ওয়েম্বলিতে আজ সবাই ক্লোজ ম্যাচই দেখবে। তবে ম্যাচটি আসলে কী রকম হবে, সে বিষয়ে এখনই অভিমত দেওয়া উচিত নয়। কারণ, খেলাটি মারামারিরও হতে পারে, আবার হতে পারে দৃষ্টিনন্দনও।’
বার্সেলোনার শক্তি অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন, জাভি ও ইনিয়েস্তা—এ দুই বিশ্বকাপ জয়ী স্প্যানিশও।
তবে মেসি-জাভি-ইনিয়েস্তার শ্রেষ্ঠত্ব শিকার করে নিলেও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজের নাম স্মরণ করতে ভোলেননি। তিনি বলেছেন, ‘যখন কোনো দলে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মনোনীত তিনজন খেলোয়াড় থাকে, তখন আপনি সেই দলটিকে শ্রেষ্ঠ বলতে বাধ্য।’
‘তবে মেসি-জাভি-ইনিয়েস্তার সঙ্গে রুনি কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম। হার্নান্দেজকেও ভুলে যাবেন না। ছেলেটি এবার দারুণ একটি ইংলিশ মৌসুম কাটিয়েছে।’ বলেছেন ডালগ্লিশ।
ডালগ্লিশ বলেন, ‘কোনো সন্দেহ নেই শনিবার রাতে ওয়েম্বলিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দারুণ উপভোগ্য হবে। দুই দলের কাছেই এই ফাইনালের গুরুত্ব অপরিসীম। এই ম্যাচে অবশ্য সবাই বার্সেলোনাকে অবিসংবাদিত ফেবারিটের আসনে বসিয়ে রেখেছে।’
‘বার্সেলোনা এ মুহূর্তে দারুণ খেলছে। তাদের থামাতে হলে কিছু কৌশল দরকার। আমি নিশ্চিত ফার্গি এ নিয়ে নিশ্চয়ই আলাদাভাবে ভেবেছে। এবং বার্সেলোনাকে হারানোর কিছু কৌশলও তিনি ঠিক করে রেখেছেন।’ ডালগ্লিশের অভিমত।
আজ রাতের ফাইনাল যথেষ্ট ‘মরণপণ’ হবে বলেই ধারণা ডালগ্লিশের। তিনি বলেছেন, ‘এটা ঠিক, ওয়েম্বলিতে আজ সবাই ক্লোজ ম্যাচই দেখবে। তবে ম্যাচটি আসলে কী রকম হবে, সে বিষয়ে এখনই অভিমত দেওয়া উচিত নয়। কারণ, খেলাটি মারামারিরও হতে পারে, আবার হতে পারে দৃষ্টিনন্দনও।’
বার্সেলোনার শক্তি অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের চিন্তার কারণ হয়ে উঠতে পারেন, জাভি ও ইনিয়েস্তা—এ দুই বিশ্বকাপ জয়ী স্প্যানিশও।
তবে মেসি-জাভি-ইনিয়েস্তার শ্রেষ্ঠত্ব শিকার করে নিলেও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি ও হাভিয়ের হার্নান্দেজের নাম স্মরণ করতে ভোলেননি। তিনি বলেছেন, ‘যখন কোনো দলে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মনোনীত তিনজন খেলোয়াড় থাকে, তখন আপনি সেই দলটিকে শ্রেষ্ঠ বলতে বাধ্য।’
‘তবে মেসি-জাভি-ইনিয়েস্তার সঙ্গে রুনি কিন্তু দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম। হার্নান্দেজকেও ভুলে যাবেন না। ছেলেটি এবার দারুণ একটি ইংলিশ মৌসুম কাটিয়েছে।’ বলেছেন ডালগ্লিশ।
No comments