ব্রিটিশ লেখকের আপিল খারিজ
সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড নিয়ে লেখা একটি বইয়ের ব্রিটিশ লেখক অ্যালান শ্যাড্রেকের (৭৬) ছয় সপ্তাহের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে করা আপিলের আবেদন খারিজ করেছেন দেশটির সর্বোচ্চ আদালত।
বিচারব্যবস্থাকে অবমাননা করার দায়ে শ্যাড্রেককে দোষী সাব্যস্ত করা হয়। শ্যাড্রেকের ওয়ান্স এ জলি হ্যাংম্যান: সিঙ্গাপুর জাস্টিস ইন দ্য ডক বইয়ে বলা হয়, সিঙ্গাপুরে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতার অভাব রয়েছে। গত নভেম্বরে হাইকোর্টের এক রায়ে শ্যাড্রেককে ছয় সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
বিচারব্যবস্থাকে অবমাননা করার দায়ে শ্যাড্রেককে দোষী সাব্যস্ত করা হয়। শ্যাড্রেকের ওয়ান্স এ জলি হ্যাংম্যান: সিঙ্গাপুর জাস্টিস ইন দ্য ডক বইয়ে বলা হয়, সিঙ্গাপুরে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতার অভাব রয়েছে। গত নভেম্বরে হাইকোর্টের এক রায়ে শ্যাড্রেককে ছয় সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
No comments