এবারও সিটিসেলে উদ্ধার
বাংলাদেশ ক্রিকেটের এখন এমনই ‘দুর্দিন’ চলছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের স্পনসর খুঁজে পেতে গলদঘর্ম হতে হয়! টেন্ডার আহ্বান করার পর নির্দিষ্ট সময়ে প্রথমে কোনো দরপত্রই পড়েনি। এরপর একটিকে পাওয়া গেলেও ব্যাটে-বলে হয়নি।
শেষ পর্যন্ত বিসিবিকে উদ্ধারে আবারও এগিয়ে এসেছে মোবাইল ফোন কোম্পানি সিটিসেল। গত নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সিরিজের মতো এই সিরিজেরও টাইটেল স্পনসর করছে তারা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের আনুষ্ঠানিক নাম হতে যাচ্ছে জুম আলট্রা ওয়ানডে সিরিজ। এ জন্য বিসিবিকে কোম্পানিটি দিচ্ছে এক লাখ ডলার। এর মধ্যে আছে তিন ম্যাচের ম্যাচসেরা ও সিরিজ-সেরার পুরস্কারও। প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর স্পন্সরশিপের জন্যও আলোচনা চলছিল সিটিসেলের সঙ্গে।
শেষ পর্যন্ত বিসিবিকে উদ্ধারে আবারও এগিয়ে এসেছে মোবাইল ফোন কোম্পানি সিটিসেল। গত নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সিরিজের মতো এই সিরিজেরও টাইটেল স্পনসর করছে তারা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের আনুষ্ঠানিক নাম হতে যাচ্ছে জুম আলট্রা ওয়ানডে সিরিজ। এ জন্য বিসিবিকে কোম্পানিটি দিচ্ছে এক লাখ ডলার। এর মধ্যে আছে তিন ম্যাচের ম্যাচসেরা ও সিরিজ-সেরার পুরস্কারও। প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর স্পন্সরশিপের জন্যও আলোচনা চলছিল সিটিসেলের সঙ্গে।
No comments