জনগণের কাছে মহাকাশ স্টেশনের নাম চেয়েছে চীন
ভবিষ্যৎ মহাকাশ স্টেশনের জন্য নাম ও লোগো দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে চীন। গতকাল মঙ্গলবার এই আহ্বান জানানো হয়।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে মানুষ পাঠিয়েছে চীন। এরপর চীনের দুটি মনুষ্যবাহী যান কক্ষপথে যায়। ২০০৮ সালে প্রথম মহাশূন্যে হাঁটেন চীনা নভোচারীরা।
চলতি বছরের আরও পরের দিকে মহাকাশ স্টেশনের প্রথম মডিউল চালু করার আশা করছে তারা। এরপর একটি মনুষ্যবাহী যান মহাকাশ স্টেশনে গিয়ে ভিড়বে।
জনগণের কাছে মহাকাশ স্টেশন, স্টেশনের কমান্ড মডিউল, দুটি ল্যাবরেটরি মডিউল এবং সরবরাহ যানের নাম চাওয়া হয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে মানুষ পাঠিয়েছে চীন। এরপর চীনের দুটি মনুষ্যবাহী যান কক্ষপথে যায়। ২০০৮ সালে প্রথম মহাশূন্যে হাঁটেন চীনা নভোচারীরা।
চলতি বছরের আরও পরের দিকে মহাকাশ স্টেশনের প্রথম মডিউল চালু করার আশা করছে তারা। এরপর একটি মনুষ্যবাহী যান মহাকাশ স্টেশনে গিয়ে ভিড়বে।
জনগণের কাছে মহাকাশ স্টেশন, স্টেশনের কমান্ড মডিউল, দুটি ল্যাবরেটরি মডিউল এবং সরবরাহ যানের নাম চাওয়া হয়েছে।
No comments