আফগানিস্তানে ন্যাটোর হামলায় আল-কায়েদার শীর্ষনেতা নিহত
আফগানিস্তানে ন্যাটো বাহিনী গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা আল-কায়েদার এক শীর্ষনেতাকে হত্যা করেছে। সৌদি বংশোদ্ভূত এ নেতা আফগানিস্তানের পলাতক দুই শীর্ষনেতার অন্যতম।
মার্কিন নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) জানিয়েছে, নিহত আল-কায়েদা নেতার নাম আবু হাফস আল-নাজদি। তিনি আবদুল ঘানি নামেও পরিচিত ছিলেন। আফগানিস্তানের কুনার প্রদেশে গত ১৩ এপ্রিল এক বিমান হামলায় তিনি নিহত হন।
আইএসএএফ জানায়, বেশ কয়েকটি বড় জঙ্গি হামলায় সমন্বয়কের ভূমিকা পালন করেন আবু হাফস। এ জন্য চার বছর ধরে তাঁকে খোঁজা হচ্ছিল। তবে সংস্থাটির মুখপাত্র মেজর মাইকেল জনসন জানান, নিরাপত্তার স্বার্থে তিনি ওই হামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন না।
আইএসএএফ জানায়, আবু হাফস পাকিস্তানের সীমান্তবর্তী কুনারেই মূলত তাঁর কার্যক্রম চালনা করতেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কুনারে আল-কায়েদার সদস্য নিয়োগ, প্রশিক্ষণ, যুদ্ধক্ষেত্রে যোদ্ধা মোতায়েন, ক্ষেপণাস্ত্র চালনা, সংগঠনের অর্থ জোগাড়সহ আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) জানিয়েছে, নিহত আল-কায়েদা নেতার নাম আবু হাফস আল-নাজদি। তিনি আবদুল ঘানি নামেও পরিচিত ছিলেন। আফগানিস্তানের কুনার প্রদেশে গত ১৩ এপ্রিল এক বিমান হামলায় তিনি নিহত হন।
আইএসএএফ জানায়, বেশ কয়েকটি বড় জঙ্গি হামলায় সমন্বয়কের ভূমিকা পালন করেন আবু হাফস। এ জন্য চার বছর ধরে তাঁকে খোঁজা হচ্ছিল। তবে সংস্থাটির মুখপাত্র মেজর মাইকেল জনসন জানান, নিরাপত্তার স্বার্থে তিনি ওই হামলাগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন না।
আইএসএএফ জানায়, আবু হাফস পাকিস্তানের সীমান্তবর্তী কুনারেই মূলত তাঁর কার্যক্রম চালনা করতেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কুনারে আল-কায়েদার সদস্য নিয়োগ, প্রশিক্ষণ, যুদ্ধক্ষেত্রে যোদ্ধা মোতায়েন, ক্ষেপণাস্ত্র চালনা, সংগঠনের অর্থ জোগাড়সহ আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে।
No comments