পুনেকে হারিয়ে চেন্নাই দ্বিতীয় স্থানে
হার না-মানা হাফ সেঞ্চুরি করলেন যুবরাজ সিং। অপরাজিত হাফ সেঞ্চুরি করলেন বাদ্রিনাথও। তবে শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে যুবরাজকে। চেন্নাই সুপার কিংসের কাছে যে ৮ উইকেটে হেরে গেছে তাঁর দল পুনে ওয়ারিয়র্স!
যুবরাজের অপরাজিত ৬২ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৪১ রান তুলে পুনে। জবাবে বাদ্রিনাথ আর রায়নার ব্যাটে ৩ বল বাকি থাকতে মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চেন্নাই। দলের হয়ে বাদ্রিনাথ ৬৩ ও রায়না ৩৪ রানে অপরাজিত থাকেন।
পুনের বিপক্ষে জয়ের সুবাদে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে চেন্নাই। ৭ ম্যাচে ৪ জয়ে মহেন্দ্র সিং ধোনির দলের অর্জন ৮ পয়েন্ট। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয়ে যুবরাজের দল পুনের অর্জন ৪ পয়েন্ট।
যুবরাজের অপরাজিত ৬২ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৪১ রান তুলে পুনে। জবাবে বাদ্রিনাথ আর রায়নার ব্যাটে ৩ বল বাকি থাকতে মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চেন্নাই। দলের হয়ে বাদ্রিনাথ ৬৩ ও রায়না ৩৪ রানে অপরাজিত থাকেন।
পুনের বিপক্ষে জয়ের সুবাদে আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে চেন্নাই। ৭ ম্যাচে ৪ জয়ে মহেন্দ্র সিং ধোনির দলের অর্জন ৮ পয়েন্ট। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয়ে যুবরাজের দল পুনের অর্জন ৪ পয়েন্ট।
No comments