উপহার দিয়ে মানবকল্যাণ!
ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। কাজেই তাঁর বিয়ে যেমন জাঁকালো হবে, অতিথিদের উপহারগুলোও থাকবে নজরকাড়া। কিন্তু উইলিয়াম ও তাঁর ভাবী বধূ কেট মিডলটন চান না বিয়ের উপহার হিসেবে কেউ কোনো জিনিস দিক। কারণ, কোনো জিনিসের অভাব তো নেই তাঁদের। তাঁরা চান নগদ অর্থ। তবে এ অর্থ নিজেদের জন্য নয়। সবই তাঁরা দান করবেন দাতব্য খাতে, যা মানবকল্যাণে ব্যয় হবে।
উইলিয়াম ও কেট উভয়েই তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথি এবং শুভানুধ্যায়ীদের উপহার হিসেবে কোনো জিনিস না দিয়ে নগদ অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এসব অর্থ ২৬টি দাতব্য সংস্থার সহায়তা তহবিলে দেওয়া হবে। এসব দাতব্য খাত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ, কানাডার কোস্ট গার্ড অক্সিলারি ও অস্ট্রেলিয়ার রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস এসব অর্থ থেকে সহায়তা পাবে বলে জানা গেছে।
এসব দাতব্য সংস্থার বেশির ভাগই রয়েছে যুক্তরাজ্যে। কিছু দাতব্য সংস্থার সঙ্গে উইলিয়ামের সামরিক পটভূমি জড়িত।
উইলিয়াম ও কেট উভয়েই তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথি এবং শুভানুধ্যায়ীদের উপহার হিসেবে কোনো জিনিস না দিয়ে নগদ অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এসব অর্থ ২৬টি দাতব্য সংস্থার সহায়তা তহবিলে দেওয়া হবে। এসব দাতব্য খাত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ, কানাডার কোস্ট গার্ড অক্সিলারি ও অস্ট্রেলিয়ার রয়্যাল ফ্লাইং ডক্টর সার্ভিস এসব অর্থ থেকে সহায়তা পাবে বলে জানা গেছে।
এসব দাতব্য সংস্থার বেশির ভাগই রয়েছে যুক্তরাজ্যে। কিছু দাতব্য সংস্থার সঙ্গে উইলিয়ামের সামরিক পটভূমি জড়িত।
No comments