দক্ষিণ আফ্রিকার চাই ২২৩ রান
সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নেই। সরাসরি ডাক পেয়েছিলেন বিশ্বকাপে। ওয়ানডেতে অভিষেক ম্যাচেই বিশ্বকে নিজের আগমনি বার্তা জানিয়ে দিলেন পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহির। তাঁর লেগ স্পিনের কবলে পড়ে ৪৭.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গেছে ২২২ রানে।
প্রথম পরীক্ষায় তাহির তুলে নিয়েছেন চারটি উইকেট। প্রথম ওভারেই ক্রিস গেইলের বিদায়। এর পর ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভোর ১১১ রানের জুটি। বড় স্কোরই গড়তে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাহিরদের কবলে পড়ে বড় স্কোর তো দূরের কথা, লড়াই করার মতো পুঁজিও সংগ্রহ করতে পারেনি ক্যারিবীয়রা। ডেল স্টেইন তিনটি ও ইয়োহান বোথা নেন দুটি উইকেট।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ড্যারেন ব্রাভো। এ ছাড়া ডোয়াইন ব্রাভো ৪০, ডেভন স্মিথ ৩৬ ও শিবনারায়ন চন্দরপল ৩১ রান করেন।
প্রথম পরীক্ষায় তাহির তুলে নিয়েছেন চারটি উইকেট। প্রথম ওভারেই ক্রিস গেইলের বিদায়। এর পর ডেভন স্মিথ ও ড্যারেন ব্রাভোর ১১১ রানের জুটি। বড় স্কোরই গড়তে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাহিরদের কবলে পড়ে বড় স্কোর তো দূরের কথা, লড়াই করার মতো পুঁজিও সংগ্রহ করতে পারেনি ক্যারিবীয়রা। ডেল স্টেইন তিনটি ও ইয়োহান বোথা নেন দুটি উইকেট।ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ড্যারেন ব্রাভো। এ ছাড়া ডোয়াইন ব্রাভো ৪০, ডেভন স্মিথ ৩৬ ও শিবনারায়ন চন্দরপল ৩১ রান করেন।
No comments