ফরাসি স্পাইডারম্যানের পেট্রোনাস টাওয়ার জয়
ফরাসি ‘স্পাইডারম্যান’ অ্যালেইন রবার্ট শেষমেশ ঠিকই মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের চূড়ায় আরোহণ করেছেন। গতকাল মঙ্গলবার ৮৮ তলার এ সুউচ্চ ভবন তিনি বেয়ে ওঠেন। এর আগেও দুইবার তিনি এ দুঃসাহসিক অভিযানে নেমেছিলেন। কিন্তু সফল হননি।
কুয়ালালামপুরের পুলিশ বিভাগের প্রধান মুহাম্মদ সাবতু ওসমান বলেন, গতকাল ভোরে পেট্রোনাস টুইন টাওয়ার বেয়ে উঠার অভিযানে নামেন অ্যালেইন রবার্ট এবং কেউ কিছু জানার আগেই তিনি সফলভাবে ভবনের চূড়ায় পৌঁছেন। কিন্তু এরপরই শুরু হয় বিপত্তি। ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা বিষয়টি জেনে যান। তাঁরা অ্যালেইন রবার্টকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হতে পারে।
রবার্ট ১৯৯৭ সালের ২০ মার্চ প্রথম পেট্রোনাস টাওয়ারে আরোহণের চেষ্টা করেন। এরপর ২০০৭ সালেও তিনি একই প্রচেষ্টা চালান। কিন্তু দুই বারই তিনি লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। এর আগে রবার্ট প্যারিসের আইফেল টাওয়ার ও সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে আরোহণ করেন। তার এ জন্য তাঁকে স্পাইডারম্যান নাম দেওয়া হয়েছে।
কুয়ালালামপুরের পুলিশ বিভাগের প্রধান মুহাম্মদ সাবতু ওসমান বলেন, গতকাল ভোরে পেট্রোনাস টুইন টাওয়ার বেয়ে উঠার অভিযানে নামেন অ্যালেইন রবার্ট এবং কেউ কিছু জানার আগেই তিনি সফলভাবে ভবনের চূড়ায় পৌঁছেন। কিন্তু এরপরই শুরু হয় বিপত্তি। ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা বিষয়টি জেনে যান। তাঁরা অ্যালেইন রবার্টকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। তাঁর বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হতে পারে।
রবার্ট ১৯৯৭ সালের ২০ মার্চ প্রথম পেট্রোনাস টাওয়ারে আরোহণের চেষ্টা করেন। এরপর ২০০৭ সালেও তিনি একই প্রচেষ্টা চালান। কিন্তু দুই বারই তিনি লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। এর আগে রবার্ট প্যারিসের আইফেল টাওয়ার ও সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে আরোহণ করেন। তার এ জন্য তাঁকে স্পাইডারম্যান নাম দেওয়া হয়েছে।
No comments