ইতোকে ছাড়িয়ে যেতে চান ইব্রাহিমোভিচ
বার্সেলোনাকে কী দিয়েছেন স্যামুয়েল ইতো? আর কী দিতে পারবেন জ্লাতান ইব্রাহিমোভিচ? ইতোর ইন্টার মিলানে যাওয়া এবং ইন্টার মিলান থেকে ইব্রাহিমোভিচের বার্সেলোনায় নাম লেখানোর পর থেকেই ন্যু ক্যাম্পে আলোচনার ঝড় এ নিয়ে। আলোচনাটা ন্যু ক্যাম্পের সীমানা পেরিয়ে এখন পুরো ফুটবল বিশ্বেই।
তিনটি লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং একটি কোপা ডেল রে। এর মধ্যে সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সা যে ইতিহাস গড়া ট্রেবল জিতল তাতেও অন্যতম ভূমিকা ছিল ইতোর। বার্সেলোনার জার্সি গায়ে স্প্যানিশ লিগে ১০৮ গোলের ২৫টিই এ মৌসুমে। বার্সা সমর্থকদের মন থেকে ইতোর স্মৃতি ভুলিয়ে দেওয়া সহজ নয়। ইব্রাহিমোভিচ খুব ভালো করেই এটা জানেন। পরশু বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করার পরই বললেন, ‘ইতো বার্সেলোনার ফুটবল ইতিহাসের অংশ। সে এখানে সব সময়ই নায়ক হয়ে থাকবে। আমি ইতোর বিকল্প হিসেবে আসিনি।’
বার্সা কিন্তু তাঁকে ইতোর বিকল্প হিসেবেই ভাবছে। ৯ নম্বর জার্সিটিও তুলে দেওয়া হয়েছে ইব্রাহিমোভিচকে। চুক্তি বিশ্লেষণ করলে তাঁর তো ইতোর চেয়েও বেশি কিছু দেওয়ার কথা। তাঁকে পেতে বার্সেলোনা ৬৬ মিলিয়ন ইউরোর নগদ অর্থের পাশাপাশি ইন্টার মিলানকে দিয়েছে ইতো আর আলেক্সান্ডার হ্লেবকে। বার্সা সমর্থকেরা তাঁর কাছ থেকে ইতোর চেয়ে বেশি তো চাইবেই। ইব্রাহিমোভিচও প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘আমি ইতোর মতো নই, ভিন্ন একজন। কিন্তু ইতো যা অর্জন করেছে, আমিও তা-ই করতে চাইব। হয়তো তার চেয়ে বেশিও পেতে পারি।’
কী দিতে পারেন এই সুইড স্ট্রাইকার? পরিসংখ্যান কী বলে? ২০০৬-০৭ মৌসুমে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন। প্রথম মৌসুমে সিরি ‘আ’তে ১৫ গোল। পরের মৌসুমে ১৭। আর গত মৌসুমে করেছেন ২৫ গোল। লিগ পাল্টেছে ঠিক, কিন্তু উন্নতির এই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করেন তিনি, “প্রতিবছরই উন্নতি করতে চাই। গত বছর সিরি ‘আ’তে ২৫ গোল করেছি। সিরি ‘আ’র সেরা গোলদাতাও হয়েছি। এবার এর চেয়ে বেশি কিছুই করতে চাই।”
ইব্রাহিমোভিচের যেমন ইতোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য, ইতোরও তেমনি ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে ইন্টার মিলানের ইতিহাসে তাঁর নাম লিখিয়ে নেওয়ার প্রত্যয়, ‘আমার কাছে চাওয়ার পুরোটাই দিতে চাই আমি ইন্টারকে।’
তিনটি লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং একটি কোপা ডেল রে। এর মধ্যে সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সা যে ইতিহাস গড়া ট্রেবল জিতল তাতেও অন্যতম ভূমিকা ছিল ইতোর। বার্সেলোনার জার্সি গায়ে স্প্যানিশ লিগে ১০৮ গোলের ২৫টিই এ মৌসুমে। বার্সা সমর্থকদের মন থেকে ইতোর স্মৃতি ভুলিয়ে দেওয়া সহজ নয়। ইব্রাহিমোভিচ খুব ভালো করেই এটা জানেন। পরশু বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করার পরই বললেন, ‘ইতো বার্সেলোনার ফুটবল ইতিহাসের অংশ। সে এখানে সব সময়ই নায়ক হয়ে থাকবে। আমি ইতোর বিকল্প হিসেবে আসিনি।’
বার্সা কিন্তু তাঁকে ইতোর বিকল্প হিসেবেই ভাবছে। ৯ নম্বর জার্সিটিও তুলে দেওয়া হয়েছে ইব্রাহিমোভিচকে। চুক্তি বিশ্লেষণ করলে তাঁর তো ইতোর চেয়েও বেশি কিছু দেওয়ার কথা। তাঁকে পেতে বার্সেলোনা ৬৬ মিলিয়ন ইউরোর নগদ অর্থের পাশাপাশি ইন্টার মিলানকে দিয়েছে ইতো আর আলেক্সান্ডার হ্লেবকে। বার্সা সমর্থকেরা তাঁর কাছ থেকে ইতোর চেয়ে বেশি তো চাইবেই। ইব্রাহিমোভিচও প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘আমি ইতোর মতো নই, ভিন্ন একজন। কিন্তু ইতো যা অর্জন করেছে, আমিও তা-ই করতে চাইব। হয়তো তার চেয়ে বেশিও পেতে পারি।’
কী দিতে পারেন এই সুইড স্ট্রাইকার? পরিসংখ্যান কী বলে? ২০০৬-০৭ মৌসুমে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন। প্রথম মৌসুমে সিরি ‘আ’তে ১৫ গোল। পরের মৌসুমে ১৭। আর গত মৌসুমে করেছেন ২৫ গোল। লিগ পাল্টেছে ঠিক, কিন্তু উন্নতির এই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করেন তিনি, “প্রতিবছরই উন্নতি করতে চাই। গত বছর সিরি ‘আ’তে ২৫ গোল করেছি। সিরি ‘আ’র সেরা গোলদাতাও হয়েছি। এবার এর চেয়ে বেশি কিছুই করতে চাই।”
ইব্রাহিমোভিচের যেমন ইতোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য, ইতোরও তেমনি ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে ইন্টার মিলানের ইতিহাসে তাঁর নাম লিখিয়ে নেওয়ার প্রত্যয়, ‘আমার কাছে চাওয়ার পুরোটাই দিতে চাই আমি ইন্টারকে।’
No comments