পদত্যাগ করার ঘোষণা কাশ্মীরের মুখ্যমন্ত্রীর
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রাজ্যের বিধানসভার একজন সদস্য তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনলে গতকাল মঙ্গলবার তিনি ওই ঘোষণা দেন। বিধানসভার ওই সদস্য তিন বছর আগের একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় আবদুল্লাহর জড়িত থাকার অভিযোগ আনেন।
কাশ্মীরের বিধানসভার বিরোধীদলীয় সদস্য মুজাফফর বেগের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমি রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেব। এই অভিযোগ শোনার পর আর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারব না আমি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ অভিযোগটিকে ভিত্তিহীন উল্লেখ করে আবদুল্লাহ বলেন, ‘নির্দোষ সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমি শান্তি পাব না।’ তবে ক্ষমতাসীন দলের সদস্যরা তাঁর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
কাশ্মীরের বিধানসভার বিরোধীদলীয় সদস্য মুজাফফর বেগের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমি রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেব। এই অভিযোগ শোনার পর আর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারব না আমি। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ অভিযোগটিকে ভিত্তিহীন উল্লেখ করে আবদুল্লাহ বলেন, ‘নির্দোষ সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমি শান্তি পাব না।’ তবে ক্ষমতাসীন দলের সদস্যরা তাঁর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
No comments