মেসির সমান বাকি দশ!
ছিয়াশির বিশ্বকাপের আর্জেন্টিনাকে মনে আছে? কেউই মনে হয় অস্বীকার করবেন না, সেই দলের ডিয়েগো ম্যারাডোনা ছিলেন বাকি দশজনের সমান! ম্যারাডোনার হাত ধরেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর এখনকার আর্জেন্টিনা দল? কোচ ম্যারাডোনার কাছে অন্তত এটা লিওনেল মেসির দল, ‘আমি বলতে পারি, এই দলটি এ রকম—মেসি বাকি দশজনের সমান।’
মেসি সম্পর্কে একটা কথা ফুটবল বিশ্বে খুব প্রচলিত—তিনি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে অনেক বেশি বার্সেলোনার। বার্সেলোনাকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বার্সেলোনার জার্সি গায়ে ১৬১ ম্যাচে করেছেন ৮০ গোল, সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩৮ গোল। অথচ আর্জেন্টিনার হয়ে খেলা ৩৮ ম্যাচে মাত্র ১২ গোল তাঁর। নেই আহামরি কোনো পারফরম্যান্সও। এর পরও মেসিকে আর্জেন্টিনার বাকি দশ খেলোয়াড়ের সমান বলছেন ম্যারাডোনা! কারণ জীবনে অনেক প্রতিভাকে কাছ থেকে দেখা এই কিংবদন্তি মেসির মতো দেহ-মনে ফুটবলকে ধারণ করতে দেখেননি কাউকে, ‘ও বলটাকে তাঁর পায়েই নিয়ে নিয়েছে। অংশ করে নিয়েছে শরীরেরও। এমনটা আমি অন্য কোনো খেলোয়াড়ের মধ্যে দেখিনি।’
মেসির প্রশংসা করতে গিয়ে একটা মজার ঘটনাও বললেন ম্যারাডোনা। মেসিকে কোনো কারণে ফোন করেছিলেন তিনি। কোচের ফোন ধরেননি মেসি, পরে ফোনও করেননি আর। কৌতুক করে ম্যারাডোনা বলেছেন, ‘ওকে তো পাওয়াই যায় না। লিওর (মেসি) চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলা সহজ।’
তা হতে পারে। তবে বাছাইপর্ব উতরে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জায়গা করে নেওয়া ম্যারাডোনার আর্জেন্টিনার জন্য একটু কঠিনই হয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পঞ্চম দলটি খেলবে প্লে-অফ। বাছাইপর্ব শেষ হতে আরও চার রাউন্ড বাকি আছে। পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা আর্জেন্টিনাকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, প্যারাগুয়ে, পেরু ও উরুগুয়ের বিপক্ষে।
ম্যারডোনা ব্রাজিলের ম্যাচটি নিয়ে চিন্তায় থাকলেও মনে করিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাও ছোট দল নয়, ‘ব্রাজিল ভালো খেলে। প্রতিভা আর ভাগ্য দুটোই আছে তাদের। তবে একটা বিষয় ভুললে চলবে না—আমরা আর্জেন্টিনা!’ ওয়েবসাইট।
মেসি সম্পর্কে একটা কথা ফুটবল বিশ্বে খুব প্রচলিত—তিনি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে অনেক বেশি বার্সেলোনার। বার্সেলোনাকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বার্সেলোনার জার্সি গায়ে ১৬১ ম্যাচে করেছেন ৮০ গোল, সতীর্থদের দিয়েও করিয়েছেন ৩৮ গোল। অথচ আর্জেন্টিনার হয়ে খেলা ৩৮ ম্যাচে মাত্র ১২ গোল তাঁর। নেই আহামরি কোনো পারফরম্যান্সও। এর পরও মেসিকে আর্জেন্টিনার বাকি দশ খেলোয়াড়ের সমান বলছেন ম্যারাডোনা! কারণ জীবনে অনেক প্রতিভাকে কাছ থেকে দেখা এই কিংবদন্তি মেসির মতো দেহ-মনে ফুটবলকে ধারণ করতে দেখেননি কাউকে, ‘ও বলটাকে তাঁর পায়েই নিয়ে নিয়েছে। অংশ করে নিয়েছে শরীরেরও। এমনটা আমি অন্য কোনো খেলোয়াড়ের মধ্যে দেখিনি।’
মেসির প্রশংসা করতে গিয়ে একটা মজার ঘটনাও বললেন ম্যারাডোনা। মেসিকে কোনো কারণে ফোন করেছিলেন তিনি। কোচের ফোন ধরেননি মেসি, পরে ফোনও করেননি আর। কৌতুক করে ম্যারাডোনা বলেছেন, ‘ওকে তো পাওয়াই যায় না। লিওর (মেসি) চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলা সহজ।’
তা হতে পারে। তবে বাছাইপর্ব উতরে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জায়গা করে নেওয়া ম্যারাডোনার আর্জেন্টিনার জন্য একটু কঠিনই হয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পঞ্চম দলটি খেলবে প্লে-অফ। বাছাইপর্ব শেষ হতে আরও চার রাউন্ড বাকি আছে। পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা আর্জেন্টিনাকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, প্যারাগুয়ে, পেরু ও উরুগুয়ের বিপক্ষে।
ম্যারডোনা ব্রাজিলের ম্যাচটি নিয়ে চিন্তায় থাকলেও মনে করিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাও ছোট দল নয়, ‘ব্রাজিল ভালো খেলে। প্রতিভা আর ভাগ্য দুটোই আছে তাদের। তবে একটা বিষয় ভুললে চলবে না—আমরা আর্জেন্টিনা!’ ওয়েবসাইট।
No comments