হিসাব কঠিন হয়ে গেল বাংলাদেশের by ইশতিয়াক পারভেজ
আনন্দে
ভেসেই স্টেডিয়াম থেকে বের হওয়ার কথা ছিল বাংলাদেশি দর্শকদের। সেই সঙ্গে
বিশ্বকাপে টিকে থাকার স্বপ্নটাও ডানা মেলে আরো একটু উড়তে পারতো। কিন্ত
ব্রিস্টলে টাইগারদের প্রতিপক্ষ হয়ে এলো বৃষ্টি। ম্যাচ ভাসিয়ে নিয়ে
শ্রীলঙ্কাকে পাইয়ে দিয়েছে একটি পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান এখন
তালিকার পাঁচে তাও বাংলাদেশের দুই ধাপ আগে। অন্যদিকে টাইগারদের ভাগ্যে এক
পয়েন্ট জুটলেও সেমিফাইনালে যাওয়ার সমীকরণ হয়ে গেলো ভীষণ জটিল ও কঠিন। ম্যাচ
শেষে ব্রিস্টল কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে একটু মন খারাপ করেই
দাঁড়িয়েছিলেন নির্বাচক হাবিবুল বাশার। ইংল্যান্ড বিশ্বকাপে সামনে এগিয়ে
যাওয়ার পথ কঠিন হলো কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমিতো শুরু থেকেই বলেছি, যদি
সেমিফাইনালে যেতে হয় তাহলে আমাদের সব দলের বিপক্ষেই জেতার মানসিকতা নিয়ে
খেলতে হবে।
এখন বাকি পাঁচ ম্যাচ আমি বলতে চাই ওকে ওকে হারাবো এই সব চিন্তা না করে অস্ট্রেলিয়া, ভারত সহ সব দলের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে। কোনো দলকে ছাড় দেয়া চলবে না।
তাহলে যদি সেমিফাইনালে যাওয়া যায়। শ্রীলঙ্কাকে আমরা হারাতেই পারবো এমন কোনো কথা ছিল না। আমরা যেমন ওদের বিপক্ষে জয়ের লক্ষ্য ঠিক করেছিলাম তেমনি সব ম্যাচ সেইভাবেই খেলতে হবে। আর ইংল্যান্ডে বৃষ্টির উপর আসলে কারো হাত নেই। এতে আমাদের যেমন সমস্যা হয়েছে, অন্যদলেরও হবে। তাই নিজেদের মাঠের খেলা নিয়েই ভাবা উচিত।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসলে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনালের পথ খোঁজা শুরুর কথা ছিল। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় তুলে নেয় মাশরাফি বিন মুতর্জার দল। কিন্তু পরের দুই ম্যাচেই হেরে পিছনের পথ ধরতে হয়। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় হয়ে ওঠে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচটি না হওয়াতে হতাশা এখন ছড়িয়েছে দর্শক থেকে শুরু করে টাইগারদের মধ্যেও। তবে প্রধান কোচ স্টিভ রোডস যা গেছে তা নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতেই আগ্রহী। যদিও তিনি বলেন, ‘হ্যা, আমাদের জন্যতো খারাপই হলো। খুবই হাতাশার। আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ২ পয়েন্ট নেয়ার লক্ষ্য ছিল। কিন্তু তা পূরণ হয়নি। এখন আমাদে কি করার আছে যে পরিস্থিতিতে আমরা এক পয়েন্ট হারিয়েছি। এখন আর কি করা, এই ম্যাচ নিয়ে না ভেবে সামনে যেগুলো আছে তা নিয়ে ভাবতে হবে। বিশেষ করে পরবর্তি খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে।’
গতকাল পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে এই বিশ্বকাপে শীর্ষে আছে নিউজিল্যান্ড। আয়োজক ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, অস্ট্রেলিয়া চতুর্থ ও শ্রীলঙ্কা আছে ৫ম স্থানে। লঙ্কানদের ভাগ্য ভালোই বলতে হয়। এক ম্যাচ জিতেছে তারা। সেখানে ছিল ২ পয়েন্ট। তবে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে তাদের ২ পয়েন্ট এসেছে এই ব্রিস্টলেই বৃষ্টির কল্যানে। বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার টন্টনে। এতে প্রতিপক্ষ টাইগারদের সমান পয়েন্ট নিয়ে ৮ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তাই এগিয়ে যেতে হলে এই ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে জিততেই হবে। ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেলে অনেক কঠিন হয়ে যাবে বাংলাদেশের সমীকরণ। সেই চ্যালেঞ্জ নিয়েই এখন সামনে এগোতে হবে দলকে। তাই তিনি প্রার্থনা করেছিলেন যেন মাঠে যেন খেলা গড়ায়। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এখন কঠিন চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে হবে। বাশারের কথা মতে কোনো দলকে আর নির্দিষ্ট লক্ষ্য না বানিয়ে সেমিফাইনালের জন্য বাকি পাঁচ ম্যাচই জিততে হবে।
অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপ আরেকটি রেকর্ড হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে। আসরে এ নিয়ে দুটি ম্যাচ বৃষ্টির কারণে টসের মুখ দেখার আগেই বাতিল হলো। বিশ্বকাপ ইতিহাসে আর কোনোবারই দুই ম্যাচ কোনো বল হওয়ার আগে বাতিল হয়নি। আর গতাকাল সংবাদ সম্মেলনে উঠে আসে রিজার্ভ ডের বিষয়টি। এ নিয়ে আয়োজকদের নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনাও।
এখন বাকি পাঁচ ম্যাচ আমি বলতে চাই ওকে ওকে হারাবো এই সব চিন্তা না করে অস্ট্রেলিয়া, ভারত সহ সব দলের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে। কোনো দলকে ছাড় দেয়া চলবে না।
তাহলে যদি সেমিফাইনালে যাওয়া যায়। শ্রীলঙ্কাকে আমরা হারাতেই পারবো এমন কোনো কথা ছিল না। আমরা যেমন ওদের বিপক্ষে জয়ের লক্ষ্য ঠিক করেছিলাম তেমনি সব ম্যাচ সেইভাবেই খেলতে হবে। আর ইংল্যান্ডে বৃষ্টির উপর আসলে কারো হাত নেই। এতে আমাদের যেমন সমস্যা হয়েছে, অন্যদলেরও হবে। তাই নিজেদের মাঠের খেলা নিয়েই ভাবা উচিত।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসলে বাংলাদেশের বিশ্বকাপের সেমিফাইনালের পথ খোঁজা শুরুর কথা ছিল। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় তুলে নেয় মাশরাফি বিন মুতর্জার দল। কিন্তু পরের দুই ম্যাচেই হেরে পিছনের পথ ধরতে হয়। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় হয়ে ওঠে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচটি না হওয়াতে হতাশা এখন ছড়িয়েছে দর্শক থেকে শুরু করে টাইগারদের মধ্যেও। তবে প্রধান কোচ স্টিভ রোডস যা গেছে তা নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতেই আগ্রহী। যদিও তিনি বলেন, ‘হ্যা, আমাদের জন্যতো খারাপই হলো। খুবই হাতাশার। আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ২ পয়েন্ট নেয়ার লক্ষ্য ছিল। কিন্তু তা পূরণ হয়নি। এখন আমাদে কি করার আছে যে পরিস্থিতিতে আমরা এক পয়েন্ট হারিয়েছি। এখন আর কি করা, এই ম্যাচ নিয়ে না ভেবে সামনে যেগুলো আছে তা নিয়ে ভাবতে হবে। বিশেষ করে পরবর্তি খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে।’
গতকাল পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে এই বিশ্বকাপে শীর্ষে আছে নিউজিল্যান্ড। আয়োজক ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, অস্ট্রেলিয়া চতুর্থ ও শ্রীলঙ্কা আছে ৫ম স্থানে। লঙ্কানদের ভাগ্য ভালোই বলতে হয়। এক ম্যাচ জিতেছে তারা। সেখানে ছিল ২ পয়েন্ট। তবে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে তাদের ২ পয়েন্ট এসেছে এই ব্রিস্টলেই বৃষ্টির কল্যানে। বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার টন্টনে। এতে প্রতিপক্ষ টাইগারদের সমান পয়েন্ট নিয়ে ৮ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তাই এগিয়ে যেতে হলে এই ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে জিততেই হবে। ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেলে অনেক কঠিন হয়ে যাবে বাংলাদেশের সমীকরণ। সেই চ্যালেঞ্জ নিয়েই এখন সামনে এগোতে হবে দলকে। তাই তিনি প্রার্থনা করেছিলেন যেন মাঠে যেন খেলা গড়ায়। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এখন কঠিন চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যেতে হবে। বাশারের কথা মতে কোনো দলকে আর নির্দিষ্ট লক্ষ্য না বানিয়ে সেমিফাইনালের জন্য বাকি পাঁচ ম্যাচই জিততে হবে।
অন্যদিকে ইংল্যান্ড বিশ্বকাপ আরেকটি রেকর্ড হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে। আসরে এ নিয়ে দুটি ম্যাচ বৃষ্টির কারণে টসের মুখ দেখার আগেই বাতিল হলো। বিশ্বকাপ ইতিহাসে আর কোনোবারই দুই ম্যাচ কোনো বল হওয়ার আগে বাতিল হয়নি। আর গতাকাল সংবাদ সম্মেলনে উঠে আসে রিজার্ভ ডের বিষয়টি। এ নিয়ে আয়োজকদের নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনাও।
No comments