লোকসভায় বেড়েছে মুসলিম এমপি
আগের
পার্লামেন্ট থেকে এবার ভারতের লোকসভায় মুসলিম এমপির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪
জন। আগের লোকসভায় এমন এমপির সংখ্যা ছিল ২৩। এরা বেশির ভাগ ছিলেন কংগ্রেস ও
তৃণমূল কংগ্রেসের। এবার চারজন বৃদ্ধি পেয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ২৭।
ভারতের পার্লামেন্টে সবচেয়ে বেশি মুসলিম এমপি ছিলেন ১৯৮০ সালে। এ সময় তাদের সংখ্যা ছিল ৪৯। এবারে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ৩০৩ টি আসনে বিজয়ী হলেও তার মধ্যে একজনও মুসলিম এমপি নেই। তবে তাদের মিত্র লোক জনশক্তি পার্টি তাদের একজন মুসলিম প্রার্থীর জয় নিশ্চিত করতে পেরেছে। তিনি হলেন বিহারের খাগারিয়া আসনের মেহবুব আলী কায়সার। বিজেপি জম্মু ও কাশ্মিরে তিনজন, পশ্চিমবঙ্গে দু’জন এবং লক্ষদ্বীপে একজন প্রার্থী দিয়েছিল এবার। সব মিলেয়ে তাদের এই ৬ জন প্রার্থীই পরাজিত হয়েছেন।
অন্যদিকে উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী আছে। এবার এ দুটি রাজ্যে ৬ জন করে মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে উত্তর প্রদেশে কোনো মুসলিম প্রার্থী বিজয়ী হন নি। এবার পশ্চিমবঙ্গে যে ৬ জন মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন তার মধ্যে ৫ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেসের।
ভারতের পার্লামেন্টে সবচেয়ে বেশি মুসলিম এমপি ছিলেন ১৯৮০ সালে। এ সময় তাদের সংখ্যা ছিল ৪৯। এবারে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি ৩০৩ টি আসনে বিজয়ী হলেও তার মধ্যে একজনও মুসলিম এমপি নেই। তবে তাদের মিত্র লোক জনশক্তি পার্টি তাদের একজন মুসলিম প্রার্থীর জয় নিশ্চিত করতে পেরেছে। তিনি হলেন বিহারের খাগারিয়া আসনের মেহবুব আলী কায়সার। বিজেপি জম্মু ও কাশ্মিরে তিনজন, পশ্চিমবঙ্গে দু’জন এবং লক্ষদ্বীপে একজন প্রার্থী দিয়েছিল এবার। সব মিলেয়ে তাদের এই ৬ জন প্রার্থীই পরাজিত হয়েছেন।
অন্যদিকে উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী আছে। এবার এ দুটি রাজ্যে ৬ জন করে মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে উত্তর প্রদেশে কোনো মুসলিম প্রার্থী বিজয়ী হন নি। এবার পশ্চিমবঙ্গে যে ৬ জন মুসলিম এমপি নির্বাচিত হয়েছেন তার মধ্যে ৫ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেসের।
No comments