অর্থোপেডিক সার্জন ফাংকের দ্বারস্থ মুস্তাফিজ
কাঁধের অস্ত্রোপচারের জন্য টনি কোচারের পর আরেকজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিতে মঙ্গলবার ল্যাংকাশায়ারের উইগানে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির নির্দেশে রাইটিংটন, উইগান অ্যান্ড লি এনএইচএস ফাউন্ডেশনের রাইটিংটন হাসপাতালের সার্জন অধ্যাপক লেনার্ড ফাংকের কাছ থেকে মতামত নেয়ার জন্যই মুস্তাফিজ উইগান যাচ্ছেন। লন্ডনে তার হোস্ট সেন্ট পিটার্স কলেজ অব লন্ডনের অধ্যক্ষ এজিএম সাব্বির তাকে উইগান নিয়ে যাচ্ছেন। সাব্বির জানান, অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত এ হাসপাতালে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে মুস্তাফিজকে নিয়ে তিনি লন্ডন থেকে ট্রেনে উইগানের উদ্দেশে রওনা হবেন। হাসপাতালের ওয়েবসাইট থেকে জানা গেছে, অধ্যাপক ফাংক কাঁধ, কনুই ও ঊর্ধ্বাঙ্গের সার্জারিতে বিশেষজ্ঞ। কাঁধে ক্রীড়াবিষয়ক চোটের অর্থোপেডিক সার্জারিতে তিনি পারদর্শী।
এর আগে টেলিফোনে আলাপকালে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, মুস্তাফিজের বয়স যদি ২৭-২৮ হতো তাহলে তারা তার কনজারভেটিভ ট্রিটমেন্টের কথাই ভাবতেন। কিন্তু মুস্তাফিজের বয়স যেহেতু মাত্র ২০ বছর তাই তারা অস্ত্রোপচারের মাধ্যমে তার এ চোটের স্থায়ী সমাধানের পথেই যেতে চান। মুস্তাফিজের এ চিকিৎসার ব্যাপারে বিসিবি বিন্দুমাত্র ঝুঁকি নেবে না। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে পরামর্শ করে বা তাদের সুপারিশ অনুযায়ী মুস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে বিশেষজ্ঞ সার্জনদের পরামর্শ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সাসেক্সে খেলতে গিয়ে কাঁধে চোট পাওয়া মুস্তাফিজ এর আগে যান লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক কোচারের কাছে। দুই দফা এমআরআই করানোর পর কোচারের পরামর্শে সিদ্ধান্ত হয় মুস্তাফিজের বাঁ-কাঁধে অস্ত্রোপচার করানোর। এখন লেনার্ড ফাংকের মতামত নেয়ার জন্য মুস্তাফিজকে উইগান পাঠানো হচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম।
এর আগে টেলিফোনে আলাপকালে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, মুস্তাফিজের বয়স যদি ২৭-২৮ হতো তাহলে তারা তার কনজারভেটিভ ট্রিটমেন্টের কথাই ভাবতেন। কিন্তু মুস্তাফিজের বয়স যেহেতু মাত্র ২০ বছর তাই তারা অস্ত্রোপচারের মাধ্যমে তার এ চোটের স্থায়ী সমাধানের পথেই যেতে চান। মুস্তাফিজের এ চিকিৎসার ব্যাপারে বিসিবি বিন্দুমাত্র ঝুঁকি নেবে না। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে পরামর্শ করে বা তাদের সুপারিশ অনুযায়ী মুস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে বিশেষজ্ঞ সার্জনদের পরামর্শ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সাসেক্সে খেলতে গিয়ে কাঁধে চোট পাওয়া মুস্তাফিজ এর আগে যান লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক কোচারের কাছে। দুই দফা এমআরআই করানোর পর কোচারের পরামর্শে সিদ্ধান্ত হয় মুস্তাফিজের বাঁ-কাঁধে অস্ত্রোপচার করানোর। এখন লেনার্ড ফাংকের মতামত নেয়ার জন্য মুস্তাফিজকে উইগান পাঠানো হচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম।
No comments