দুই শেয়ারবাজারে ৪৬৩ কোটি টাকা লেনদেন
শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়ছে না। মঙ্গলবারও দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মিলে ৪৬৩ কোটি টাকা লেনদেন হয়েছে। যদিও এ লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেশি। কিন্তু দুই বাজার মিলেও লেনদেন ৫শ’ কোটি টাকা ছাড়াতে পারেনি। এদিকে উভয় শেয়ারবাজারে মঙ্গলবার মূল্যসূচক ও বাজার মূলধন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩২৪টি প্রতিষ্ঠানের ১০ কোটি ৪৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ৬৩ কোটি ১১ লাখ টাকা বেশি। এরমধ্যে দাম বেড়েছে ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসই ব্রডসূচক আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫২ দশমিক ৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্টে বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৩ লাখ ২২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
সিএসই : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ২৪২টি প্রতিষ্ঠানের ৭৫ লাখ ১২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২০ কোটি ৯৯ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯০ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯০৩ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। শীর্ষ দশ কোম্পানি : মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- মবিল যমুনা, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, ইসলামী ব্যাংক, এ্যাকমি ল্যাবরেটরিজ এবং বিএসআরএম লিমিটেড। ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- সোনালী আঁশ, নর্দার্ন জুট, তাল্লু স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, জাহিন স্পিনিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, জেমিনি সি ফুড, এইচআর টেক্সটাইল এবং বিচ হ্যাচারি।
সিএসই : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার ২৪২টি প্রতিষ্ঠানের ৭৫ লাখ ১২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ২০ কোটি ৯৯ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯০ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯০৩ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। শীর্ষ দশ কোম্পানি : মঙ্গলবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- মবিল যমুনা, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, ইসলামী ব্যাংক, এ্যাকমি ল্যাবরেটরিজ এবং বিএসআরএম লিমিটেড। ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- সোনালী আঁশ, নর্দার্ন জুট, তাল্লু স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, জাহিন স্পিনিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল, জেমিনি সি ফুড, এইচআর টেক্সটাইল এবং বিচ হ্যাচারি।
No comments