এবার ইসরাইলি চর হত্যার ভিডিও প্রকাশ
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির অভিযোগে মুহাম্মদ মুসাল্লাম (১৯) নামের এক ইসরাইলি-আরব তরুণকে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। এতে দেখা যায়, এক বালক (যার বয়স কোনোভাবেই ১০ বছরের বেশি হবে না) তাকে গুলি করে হত্যা করছে। মঙ্গলবার নিজেদের অনলাইন গণমাধ্যম ‘ফুরকান’ এ ভিডিওটি প্রকাশ করেছে আইএস। এতে বলা হয়েছে, বিদেশী যোদ্ধা হিসেবে সিরিয়ায় আইএসের হয়ে যোগদানের জন্য জাহির করে মুসাল্লাম।
যোদ্ধা হিসেবে নেয়ার পর সে মোসাদের চর হিসেবে প্রতীয়মান হয়। ১৩ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কমলা রঙয়ের জাম্পস্যুট পরা মুসাল্লাম একটি ঘরে বসে মোসাদ তাকে কীভাবে নিয়োগ ও প্রশিক্ষণ দিয়েছে তার বর্ণনা দিচ্ছেন। বক্তব্য শেষে মুসাল্লামকে পাহারা দিয়ে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়, সেখানে এক বালক তার মাথায় গুলি করে। এই বালককে ‘খিলাফতের সন্তান’ হিসেবে পরিচয় করিয়ে দেন আইএসের এক ফরাসিভাষী সদস্য। ওই সদস্য ফরাসি ভাষায় মুসাল্লামকে দেয়া দণ্ড পড়ে শোনান, এ সময় সে (মুসাল্লাম) মাটিতে হাঁটু গেড়ে ছিলেন। শাস্তি পড়ে শোনানোর পর সামরিক পোশাক পরিহিত পিস্তলধারী এক বালক এসে মুসাল্লামের মুখোমুখি দাঁড়িয়ে তার কপালে একটি গুলি করে। মুসাল্লাম পড়ে যাওয়ার পর বালকটি তাকে লক্ষ্য করে আরও তিনটি গুলি করে ‘আল্লাহু আকবর’ বলে ধ্বনি তোলে।
No comments