আপনার কম্পিউটারের কার্যক্ষমতা আরও দ্রুত করবেন যেভাবে by রায়হানুল হাসীব
প্রথমে
আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করুন। তারপর অল প্রোগ্রামসের
এক্সেসরিসে গিয়ে রান অপশনে ক্লিক করুন এবং ইংলিশে একসঙ্গে টাইপ করুন আর ই
জি ই ডি টি (ছোট হাতের), ওকে বাটনে ক্লিক করুন। এরপর বামপাশে পাঁচটি অপশন
দেখতে পাবেন, সেখান থেকে এইচকেইওয়াই-লোকাল-মেশিনের ওপর মাউসের লেফট বাটন
দুইবার ক্লিক করুন। যথারীতি সিস্টেম, কারেন্ট কন্ট্রোল সেট, কন্ট্রোল, সেশন
ম্যানেজার, মেমোরি ম্যানেজমেন্ট-এ ডাবল ক্লিক করুন। এরপর ডানপাশে লার্জ
সিস্টেম ক্যাশ-এ ডাবল ক্লিক করতে হবে। ভ্যালু জিরোটাকে ওয়ান করে দিন। এতে
করে আপনার কম্পিউটারের ক্যাশ মেমোরিটা বৃদ্ধি পাবে এবং কম্পিউটারটি অনেক
দ্রুত কাজ করবে।
No comments