রাস্তাটি সংস্কার প্রয়োজন by বাবুল সরকার
নোয়াখালী জেলার সুধারাম থানাধীন দত্তের হাটবাজার থেকে ৫ নম্বর বিনোদপুর ইউনিয়নের মূল সড়ক বিনোদ বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার জরুরি হয়ে পড়েছে।
দীর্ঘদিন থেকে এ রাস্তার সংস্কার করা অথবা সংস্কারের উদ্যোগ পর্যন্ত নিতে দেখা যায়নি। প্রতিদিন এ রাস্তায় অগণিত রিকশা, অটোরিকশা, সিএনজি, পিকআপ, ভ্যানগাড়িসহ মাঝেমধ্যে ভারী যান যাতায়াত করছে। বিনোদপুর গ্রামে রয়েছে একটি হাইস্কুল, একটি প্রাইমারি স্কুল, বাজার এবং একটি এনজিও অফিস। পড়ুয়া এবং লোকজনসহ এই ইউনিয়নের প্রায় আটটি গ্রামের মানুষ এ রাস্তায় প্রতিদিন চলাচল করছে। দেড় কিলোমিটারের রাস্তাটি এবড়োথেবড়ো, পুরো রাস্তাজুড়ে গর্ত। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। পথচারীদের চলাচলও দুষ্কর। রাস্তাটি অবিলম্বে সংস্কার করে জনসাধারণের এবং যান চলাচলের উপযোগী করে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।
বাবুল সরকার
দত্তের হাট, নোয়াখালী।
দীর্ঘদিন থেকে এ রাস্তার সংস্কার করা অথবা সংস্কারের উদ্যোগ পর্যন্ত নিতে দেখা যায়নি। প্রতিদিন এ রাস্তায় অগণিত রিকশা, অটোরিকশা, সিএনজি, পিকআপ, ভ্যানগাড়িসহ মাঝেমধ্যে ভারী যান যাতায়াত করছে। বিনোদপুর গ্রামে রয়েছে একটি হাইস্কুল, একটি প্রাইমারি স্কুল, বাজার এবং একটি এনজিও অফিস। পড়ুয়া এবং লোকজনসহ এই ইউনিয়নের প্রায় আটটি গ্রামের মানুষ এ রাস্তায় প্রতিদিন চলাচল করছে। দেড় কিলোমিটারের রাস্তাটি এবড়োথেবড়ো, পুরো রাস্তাজুড়ে গর্ত। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে। পথচারীদের চলাচলও দুষ্কর। রাস্তাটি অবিলম্বে সংস্কার করে জনসাধারণের এবং যান চলাচলের উপযোগী করে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।
বাবুল সরকার
দত্তের হাট, নোয়াখালী।
No comments