ইয়েমেনে সংঘর্ষে ছয় সেনাসহ ২১ জন নিহত
ইয়েমেনে গত শুক্রবার রাতে সংঘর্ষ ও সহিংস ঘটনায় ছয় সেনাসহ ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা রয়েছেন। নিহত অন্যরা সন্দেহভাজন আল-কায়েদার জঙ্গি ও সরকার-সমর্থক উপজাতি। গতকাল শনিবার সেনা সূত্র ও স্থানীয় কর্মকর্তারা এ খবর জানান।
একজন সেনা মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, শুক্রবার রাতে আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের নয় মাইল দক্ষিণে দোফাস এলাকায় আল-কায়েদার সন্দেহভাজন জঙ্গিরা একটি সেনা ইউনিটের ওপর গুলি বর্ষণ করে। এতে দুই সেনা কর্মকর্তা ও চার সেনাসদস্য নিহত ও নয়জন আহত হন।
নিহত দুই সেনা কর্মকর্তা হলেন কর্নেল মোহাম্মদ আল-সালাহি ও কর্নেল হিলাল শামছান। বন্দর শহর এডেনের এক সামরিক হাসপাতালের চিকিৎসকেরা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দোফাসের স্থানীয় এক কর্মকর্তা জানান, ওই সংঘর্ষে সাত জঙ্গি নিহত ও অপর চারজন আহত হয়েছে।
এক উপজাতীয় কর্মকর্তা জানান, সরকার-সমর্থক স্থানীয় উপজাতীয় বাসিন্দারা গত শুক্রবার রাতে জিঞ্জিবারের দিকে যাচ্ছিল। এ সময় সেনারা জঙ্গি ভেবে ভুল করে তাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করলে আটজন নিহত হয়।
একজন সেনা মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, শুক্রবার রাতে আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের নয় মাইল দক্ষিণে দোফাস এলাকায় আল-কায়েদার সন্দেহভাজন জঙ্গিরা একটি সেনা ইউনিটের ওপর গুলি বর্ষণ করে। এতে দুই সেনা কর্মকর্তা ও চার সেনাসদস্য নিহত ও নয়জন আহত হন।
নিহত দুই সেনা কর্মকর্তা হলেন কর্নেল মোহাম্মদ আল-সালাহি ও কর্নেল হিলাল শামছান। বন্দর শহর এডেনের এক সামরিক হাসপাতালের চিকিৎসকেরা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দোফাসের স্থানীয় এক কর্মকর্তা জানান, ওই সংঘর্ষে সাত জঙ্গি নিহত ও অপর চারজন আহত হয়েছে।
এক উপজাতীয় কর্মকর্তা জানান, সরকার-সমর্থক স্থানীয় উপজাতীয় বাসিন্দারা গত শুক্রবার রাতে জিঞ্জিবারের দিকে যাচ্ছিল। এ সময় সেনারা জঙ্গি ভেবে ভুল করে তাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করলে আটজন নিহত হয়।
No comments