কাল থেকে তালিকাচ্যুত হবে বেক্সটেক্স
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কাল সোমবার থেকে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো টেক্সটাইলকে তালিকাচ্যুত (বেক্সটেক্সের শেয়ার লেনদেন চালিয়ে না যাওয়া) করার সিদ্ধান্ত নিয়েছে। বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত হওয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৬ জুলাই বেক্সটেক্সকে একীভূতকরণের সিদ্ধান্ত বাস্তবায়নে বেক্সিমকো লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বেক্সটেক্সকে অধিগ্রহণের জন্য বেক্সিমকো লিমিটেড ১০৭ কোটি ২৮ লাখ ২৯ হাজার ২০০ টাকা মূল্যের ১০ কোটি ৭২ রাখ ৮২ হাজার ৯২০টি শেয়ার ইস্যু করবে।
এ দিকে বেক্সিমকোর সঙ্গে বেক্সটেক্সের একীভূতকরণের রেকর্ড ডেট পার হওয়ায় কাল পুনরায় বেক্সিমকোর শেয়ার লেনদেন শুরু হবে।
এর আগে গত ২৬ জুলাই বেক্সটেক্সকে একীভূতকরণের সিদ্ধান্ত বাস্তবায়নে বেক্সিমকো লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বেক্সটেক্সকে অধিগ্রহণের জন্য বেক্সিমকো লিমিটেড ১০৭ কোটি ২৮ লাখ ২৯ হাজার ২০০ টাকা মূল্যের ১০ কোটি ৭২ রাখ ৮২ হাজার ৯২০টি শেয়ার ইস্যু করবে।
এ দিকে বেক্সিমকোর সঙ্গে বেক্সটেক্সের একীভূতকরণের রেকর্ড ডেট পার হওয়ায় কাল পুনরায় বেক্সিমকোর শেয়ার লেনদেন শুরু হবে।
No comments