আর্জেন্টিনার জয়, ব্রাজিলের ড্র
সিনিয়ররা ব্যর্থ হয়েছে কোপা আমেরিকায়। সেই ব্যর্থতাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও টেনে নিয়ে এল ব্রাজিল। মিসরের সঙ্গে ড্র করেছে চারবারের চ্যাম্পিয়নরা। তবে প্রতিবেশী ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের সফলতম দল আর্জেন্টিনার শুরুটা ভালোই হয়েছে। ১-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে তারা।
কলম্বিয়ায় পরশু শুরু হওয়া যুব ফুটবলের ১৮তম আসরের উদ্বোধনী দিনের চার ম্যাচের তিনটিই হয়েছে ড্র। গোল হয়েছে মাত্র ৩টি। ই-গ্রুপে ব্রাজিল ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল দানিলোর গোলে। ২৬ মিনিটে মিসরকে সমতায় ফেরান ওমর জাবের। অন্য ম্যাচে অস্ট্রিয়া ও পানামার ম্যাচটি শেষ হয় গোলশূন্য।
এফ-গ্রুপে আর্জেন্টিনাকে জিতেয়েছেন এই মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া এরিক লামেলা। পুরো ম্যাচেই দারুণ খেলা ১৯ বছর বয়সী লামেলা ৭০ মিনিটে করেছেন জয়সূচক গোলটি।
কলম্বিয়ায় পরশু শুরু হওয়া যুব ফুটবলের ১৮তম আসরের উদ্বোধনী দিনের চার ম্যাচের তিনটিই হয়েছে ড্র। গোল হয়েছে মাত্র ৩টি। ই-গ্রুপে ব্রাজিল ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল দানিলোর গোলে। ২৬ মিনিটে মিসরকে সমতায় ফেরান ওমর জাবের। অন্য ম্যাচে অস্ট্রিয়া ও পানামার ম্যাচটি শেষ হয় গোলশূন্য।
এফ-গ্রুপে আর্জেন্টিনাকে জিতেয়েছেন এই মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া এরিক লামেলা। পুরো ম্যাচেই দারুণ খেলা ১৯ বছর বয়সী লামেলা ৭০ মিনিটে করেছেন জয়সূচক গোলটি।
No comments