বিশ্বকাপ কুইজে বিজয়ী যারা
বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানা মাত্রিক কুইজের আয়োজন করছে। যে দিন খেলা, সে দিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ জেলার প্রথম আলোর কার্যালয়ে। সাত বিভাগীয় শহরেও আছে প্রতিদিনকার আলাদা আয়োজন। সারা দেশের পাঠকেরা অংশ নিতে পারেন এসএমএস কুইজে। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক ও অনলাইন কুইজ। মাসজুড়ে ১২টি কুইজে অংশ নিয়ে বিশ্বকাপ শেষে থাকছে মেগা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। প্রথম আলোর এই কুইজ আয়োজনের অষ্টম দিনের কুইজের ফলাফল ছাপা হলো আজ।
এসার-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
এসার-প্রথম আলো বিশ্বকাপ কুইজে প্রতিদিনের ল্যাপটপ পুরস্কারের অষ্টম দিনের বিজয়ী খুলনার মৃণাল কান্তি দাস। তিনি খুলনার খালিশপুরে বিটিসিএলের মহাব্যবস্থাপক। ১৯ জুন প্রথম আলো কার্যালয়ে ১৮ জুনের কুপনের ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার ও কোচ ইমতিয়াজ সুলতান জনি। তিনি নিজে ফোন করে বিজয়ীকে লটারি জেতার সুখবরটি জানান।
নাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজ
নাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজে এসএসএস করে লটারির মাধ্যমে বিশ্বকাপের অফিশিয়াল ফুটবল ‘জাবুলানি ফুটবল’ জিতে নিয়েছেন ঢাকার পুরানা পল্টনের তানভীর সিকদার।
ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজ
১৮ জুনের কুপনগুলোর ড্র হয় ১৯ জুন। সেদিনের বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। পুরস্কার সংগ্রহের জন্য বিজয়ীদের প্রথম আলোর সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঢাকা: মো. রেজাউল করিম, প্রফেসরস প্রকাশন, ৩৮/৩ বাংলাবাজার।
চট্টগ্রাম: খালেদ আহমেদ সিরাজী, আপন নিবাস, নাসিরাবাদ।
খুলনা: সাহানা আক্তার, বাগমারা মেইন রোড।
বরিশাল: মো. আরিফুর রহমান, করিম কুটির।
রাজশাহী: মোহাম্মদ আলী, কলাবাগান।
সিলেট: সুব্রত দেব, আম্বরখানা।
রংপুর: মোরশেদ উদ্দিন মৃদুল, ধাপ, লালকুঠি।
এসকেএফ-প্রথম আলো প্রতিদিনের কুইজ
১৮ জুনের কুপনগুলোর ড্র হয় ১৯ জুন। সেদিনের বিজয়ীদের তালিকা ও ২৮ জেলা শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। এই তালিকার সব বিজয়ীকে পুরস্কার সংগ্রহের জন্য প্রথম আলোর সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঢাকা: প্রথম: শহীদুল হাসান শহীদ, লালবাগ; দ্বিতীয়: লাকী কবির, ৬/৭ যোগীনগর, ওয়ারী; তৃতীয়: কাজী আহমেদ সাঈদ-উজ-্জামান, ২৬৪/৫ পশ্চিম ধানমন্ডি, রোড- ৮/এ; চতুর্থ: শেখ মো. মাসুম, ১-জি, এভিনিউ ৩-১, মিরপুর।
চট্টগ্রাম: প্রথম: মো. বাবুল, ২৭৫ পুরাতন গির্জা; দ্বিতীয়: সুজনচন্দ্র নাথ, আসকারদিঘির পাড়; তৃতীয়: মিলন নাথ, ৬২ মোমিন রোড; চতুর্থ: সুমন নাথ, নন্দনকানন।
খুলনা: প্রথম: পিংকি, খালিশপুর; দ্বিতীয়: রাইয়্যান, খুলনা পেপার হাউস; তৃতীয়: সোহেবুর রহমান স্বাধীন, বাগমারা মেইন রোড; চতুর্থ: সুরজিত মণ্ডল, মৌলভীপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সাবেক ফুটবলার এসএম মোশাররফ হোসেন।
বরিশাল: প্রথম: জুয়েল, রূপাতলী; দ্বিতীয়: শামীম হোসেন, অনামী লেন; তৃতীয়: ইনজামুদী সাফিন, পুরোনো পাসপোর্ট অফিস; চতুর্থ: মোসাম্মৎ নাজমিন আক্তার, পানবাড়ীয়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডেপুটি ডাইরেক্টর (অব.) সুধাংশু কুমার রায়।
রাজশাহী: প্রথম: সারোয়ার, ষষ্ঠিতলা; দ্বিতীয়: মনিরুল হাসান, ঘোড়ামারা; তৃতীয়: সাব্বির হাসান, মহিষবাথান; চতুর্থ: মামুনুর রশিদ, মহিষবাথান। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মাহমুদ আলম।
সিলেট: প্রথম: নন্দিতা দেব, রায়নগর; দ্বিতীয়: মৃণালকান্তি দেব, কাজলশাহ; তৃতীয়: সাথী, শেখঘাট; চতুর্থ: আলম, মেডিকেল রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর।
রংপুর: প্রথম: শাহান, রবার্টসনগঞ্জ; দ্বিতীয়: অথৈ, কেরামতিয়া মসজিদ মোড়; তৃতীয়: তালহা ইবনে রায়হান, নিউ ইঞ্জিনিয়ারপাড়া; চতুর্থ: মামুন আহমেদ, কেরানীপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী।
দিনাজপুর: প্রথম: জাহিদ হাসান, বরাবন্দর; দ্বিতীয়: মাঈনুদ্দিন, বালুয়াডাঙ্গা; তৃতীয়: উত্তম কুমার, মিতলা; চতুর্থ: সাজু। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জিয়াউল হক সিজার।
ময়মনসিংহ: প্রথম: মো. খাইরুল ইসলাম, আকুয়া চোকাইতলা; দ্বিতীয়: অপু, সানকিপাড়া; তৃতীয়: এস এম হালিম, নওমহল; চতুর্থ: সোহান মিয়া, ঢোলাদিয়া, তালতলা।
যশোর: প্রথম: শিমুল আহমেদ পলাশ, সরকারি এমএম কলেজ; দ্বিতীয়: রিপন, ঘোপ; তৃতীয়: ফাহিম ফুয়াদ, ঘোপ; চতুর্থ: দোলোয়ার হোসেন দিলশান, ষষ্টিতলাপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক মোফাজ্জেল হোসেন।
ফরিদপুর: প্রথম: শিতল বণিক ওরফে বাপ্পি, শান্তিবাগ; দ্বিতীয়: ঋতুপর্ণা রায়, নিলটুলী; তৃতীয়: কবির মিয়া, গোয়ালচামট; চতুর্থ: অভিজিৎ রায়, ঝিলটুলী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সংগঠক নির্মলেন্দু চক্রবর্তী।
কুমিল্লা: প্রথম: রফিক আহমেদ, ফুলতলী হাউস, সুজানগর; দ্বিতীয়: জুয়েল, কান্দিরপাড়; তৃতীয়: দিদার মাহবুব, শাসনগাছা; চতুর্থ: অনির্বাণ রায়, পুরাতন চৌধুরীপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূরুর রহমান।
পাবনা: প্রথম: সায়ন আশরাফী, জেলাপাড়া; দ্বিতীয়: প্রকৃতিরঞ্জন বড়ুয়া, কালাচাঁদপাড়া; তৃতীয়: বদরুন নাহার, মোকছেদপুর; চতুর্থ: সঞ্জয়কুমার ঘোষ, শালগাড়ীয়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামিম রায়হান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোপালপুর ক্লাব।
বগুড়া: প্রথম: মোফাজ্জল হোসেন, নিশিন্দারা মধ্যপাড়া; দ্বিতীয়: বৃষ্টি খন্দকার, বেগম রোকেয়া হল, কামারগাড়ি; তৃতীয়: এম এ করিম, হেলাল ছাত্রবাস; চতুর্থ: আল ফারুক হোসেন, উপশহর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক কৃতী খেলোয়াড় মিজানুর রহমান।
কক্সবাজার: প্রথম: সুফিয়া আকতার, টেকপাড়া; দ্বিতীয়: প্রসেনজিত চক্রবর্তী, হাসপাতাল সড়ক; তৃতীয়: টিটু দাশ, সুবর্ণা লন্ড্রি, প্রধান সড়ক; চতুর্থ: কোহিনূর আকতার, মা ও শিশুকল্যাণকেন্দ্র। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. সিরাজুল হক।
রাঙামাটি: প্রথম: অমৃতা চাকমা, খাদ্যগুদামপাড়া; দ্বিতীয়: ছন্দসেন চাকমা, চক্রপাড়া; তৃতীয়: সুজল দেওয়ান, ১ নম্বর পাথরঘাটা; চতুর্থ: মনান চাকমা, কাটা পাহাড়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপড়ী চাকমা, সংগীতশিক্ষক, মোনঘর প্রি-ক্যাডেট স্কুল, রাঙ্গাপানি, রাঙামাটি।
নোয়াখালী: প্রথম: ইয়াছিন, মাইজদী; দ্বিতীয়: রুমন, সেন ভবন, নাপিতেরপুল; তৃতীয়: তাছলিম আহম্মেদ, দত্তেরহাট; চতুর্থ: তানভীর আহমেদ, চৌধুরী মঞ্জিল, হাসপাতাল রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বাসব সরকার।
ফেনী: প্রথম: নাবিহা, চাড়িপুর; দ্বিতীয়: মমতাজ, ফেনী ক্লিনিক; তৃতীয়: মো. ফয়সল নান্টু, তাকিয়া রোড; চতুর্থ: তানজিয়া, এসএস রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোস্তানছুর রহমান চীেধুরী।
কুষ্টিয়া: প্রথম: মুর্তজা কামাল রাজু, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক; দ্বিতীয়: সাইফুন নাহার স্বপ্না, কলাবাগান মাঠ, আমলাপাড়া; তৃতীয়: তৌফিক-ই-এলাহী সামি, কালীবাড়ি লেন; চতুর্থ: গৌরচন্দ্র পাল, হেমচন্দ্র লাহিড়ী লেন । ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ কাজী ইমদাদুল বাসার রিপন।
কিশোরগঞ্জ: প্রথম: জুলহাস উদ্দিন; দ্বিতীয়: কাউসার আহমেদ; তৃতীয়: মো. রাফিউল্লাহ; চতুর্থ: নিলয় সেন শান্ত। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট ক্রীড়ামোদী মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গণি।
কুড়িগ্রাম: প্রথম: মো. মাইদুল ইসলাম, তালতলা কলেজপাড়া; দ্বিতীয়: মো. সফিকুল ইসলাম, শুভ ছাত্রাবাস, তালতলা; তৃতীয়: মমিনুল ইসলাম, পুরাতন পোস্ট অফিস পাড়া; চতুর্থ: মো. মনিরুজ্জামান, ডাকবাংলো পাড়া।
সিরাজগঞ্জ: প্রথম: রাসেল, চক কোবদাসপাড়া; দ্বিতীয়: সাজিতা দিল তাসমীম, বাহিরগোলা; তৃতীয়: মোহাম্মদ আলী, সিরাজী সড়ক; চতুর্থ: সাকিব সোবাহান বাহিরগোলা রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নুরুল আমিন।
বরগুনা: প্রথম: গোলাম রসুল, ডিকেপি সড়ক; দ্বিতীয়: খাইরুল ইসলাম, মসজিদ মার্কেট; তৃতীয়: এ এইচ ইখলাস, চরকলোনী; চতুর্থ: রিয়াজ, আমতলাপাড়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আবদুল্লাহেল বাকি।
ভৈরব: প্রথম: মোয়াজ্জেম, কাচারি রোড; দ্বিতীয়: শাহরিয়ার, কালিপুর; তৃতীয়: আরমান জেকি, কালিপুর; চতুর্থ: মনির, কামলপুর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকলি খেলাঘর ভৈরব শাখার সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ, নাট্যকর্মী সাগর রহমান, অধ্যাপক সেলিনা আক্তার।
পটুয়াখালী: প্রথম: মো. মহিবুল্লাহ, সবুজবাগ ; দ্বিতীয়: নিবিড়, মিঠাপুকুর পাড়; তৃতীয়: আলমগীর, নতুন বাজার; চতুর্থ: মনোজ দাস, পুরান বাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি স্বপন ব্যানার্জি, ফুটবল প্রশিক্ষক বাদল হালদার।
টাঙ্গাইল: প্রথম: এহসানুল হক খান শাহীন, আকুরটাকুরপাড়া; দ্বিতীয়: রিপন সাহা জয়, প্যাড়াডাইস পাড়া; তৃতীয়: অনিক, আশেকপুর; চতুর্থ: মীর আসিফ ফরহাদ, থানাপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ছানোয়ার হোসেন।
সাতক্ষীরা: প্রথম: ইয়াসমিন আরা লিপি, রুমি ছাত্রী নিবাস; দ্বিতীয়: অরূপকুমার দেবনাথ, মুনজিতপুর; তৃতীয়: ঝর্ণা, রুমি ছাত্রী নিবাস; চতুর্থ: উত্তম মুখার্জি, মুনজিতপুর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি শফিউল ইসলাম খান।
চাঁপাইনবাবগঞ্জ: প্রথম: রেজাউল হক, রাজারামপুর-মাস্টারপাড়া; দ্বিতীয়: আব্দুর রাজ্জাক, ফুলকুড়ি উচ্চবিদ্যালয়; তৃতীয়: ফারজানা সূচনা, হরিপুর-মিয়াপাড়া; চতুর্থ: গোলাম আরিফ, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ছাত্রাবাস। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষক হুমায়ন কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক শহীদুল হক।
এসার-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ
এসার-প্রথম আলো বিশ্বকাপ কুইজে প্রতিদিনের ল্যাপটপ পুরস্কারের অষ্টম দিনের বিজয়ী খুলনার মৃণাল কান্তি দাস। তিনি খুলনার খালিশপুরে বিটিসিএলের মহাব্যবস্থাপক। ১৯ জুন প্রথম আলো কার্যালয়ে ১৮ জুনের কুপনের ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার ও কোচ ইমতিয়াজ সুলতান জনি। তিনি নিজে ফোন করে বিজয়ীকে লটারি জেতার সুখবরটি জানান।
নাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজ
নাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজে এসএসএস করে লটারির মাধ্যমে বিশ্বকাপের অফিশিয়াল ফুটবল ‘জাবুলানি ফুটবল’ জিতে নিয়েছেন ঢাকার পুরানা পল্টনের তানভীর সিকদার।
ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজ
১৮ জুনের কুপনগুলোর ড্র হয় ১৯ জুন। সেদিনের বিজয়ীদের তালিকা ও সাত বিভাগীয় শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। পুরস্কার সংগ্রহের জন্য বিজয়ীদের প্রথম আলোর সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঢাকা: মো. রেজাউল করিম, প্রফেসরস প্রকাশন, ৩৮/৩ বাংলাবাজার।
চট্টগ্রাম: খালেদ আহমেদ সিরাজী, আপন নিবাস, নাসিরাবাদ।
খুলনা: সাহানা আক্তার, বাগমারা মেইন রোড।
বরিশাল: মো. আরিফুর রহমান, করিম কুটির।
রাজশাহী: মোহাম্মদ আলী, কলাবাগান।
সিলেট: সুব্রত দেব, আম্বরখানা।
রংপুর: মোরশেদ উদ্দিন মৃদুল, ধাপ, লালকুঠি।
এসকেএফ-প্রথম আলো প্রতিদিনের কুইজ
১৮ জুনের কুপনগুলোর ড্র হয় ১৯ জুন। সেদিনের বিজয়ীদের তালিকা ও ২৮ জেলা শহরে প্রথম আলো কার্যালয়ে ড্র অনুষ্ঠানের খবর নিচে দেওয়া হলো। এই তালিকার সব বিজয়ীকে পুরস্কার সংগ্রহের জন্য প্রথম আলোর সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঢাকা: প্রথম: শহীদুল হাসান শহীদ, লালবাগ; দ্বিতীয়: লাকী কবির, ৬/৭ যোগীনগর, ওয়ারী; তৃতীয়: কাজী আহমেদ সাঈদ-উজ-্জামান, ২৬৪/৫ পশ্চিম ধানমন্ডি, রোড- ৮/এ; চতুর্থ: শেখ মো. মাসুম, ১-জি, এভিনিউ ৩-১, মিরপুর।
চট্টগ্রাম: প্রথম: মো. বাবুল, ২৭৫ পুরাতন গির্জা; দ্বিতীয়: সুজনচন্দ্র নাথ, আসকারদিঘির পাড়; তৃতীয়: মিলন নাথ, ৬২ মোমিন রোড; চতুর্থ: সুমন নাথ, নন্দনকানন।
খুলনা: প্রথম: পিংকি, খালিশপুর; দ্বিতীয়: রাইয়্যান, খুলনা পেপার হাউস; তৃতীয়: সোহেবুর রহমান স্বাধীন, বাগমারা মেইন রোড; চতুর্থ: সুরজিত মণ্ডল, মৌলভীপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সাবেক ফুটবলার এসএম মোশাররফ হোসেন।
বরিশাল: প্রথম: জুয়েল, রূপাতলী; দ্বিতীয়: শামীম হোসেন, অনামী লেন; তৃতীয়: ইনজামুদী সাফিন, পুরোনো পাসপোর্ট অফিস; চতুর্থ: মোসাম্মৎ নাজমিন আক্তার, পানবাড়ীয়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডেপুটি ডাইরেক্টর (অব.) সুধাংশু কুমার রায়।
রাজশাহী: প্রথম: সারোয়ার, ষষ্ঠিতলা; দ্বিতীয়: মনিরুল হাসান, ঘোড়ামারা; তৃতীয়: সাব্বির হাসান, মহিষবাথান; চতুর্থ: মামুনুর রশিদ, মহিষবাথান। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মাহমুদ আলম।
সিলেট: প্রথম: নন্দিতা দেব, রায়নগর; দ্বিতীয়: মৃণালকান্তি দেব, কাজলশাহ; তৃতীয়: সাথী, শেখঘাট; চতুর্থ: আলম, মেডিকেল রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর।
রংপুর: প্রথম: শাহান, রবার্টসনগঞ্জ; দ্বিতীয়: অথৈ, কেরামতিয়া মসজিদ মোড়; তৃতীয়: তালহা ইবনে রায়হান, নিউ ইঞ্জিনিয়ারপাড়া; চতুর্থ: মামুন আহমেদ, কেরানীপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী।
দিনাজপুর: প্রথম: জাহিদ হাসান, বরাবন্দর; দ্বিতীয়: মাঈনুদ্দিন, বালুয়াডাঙ্গা; তৃতীয়: উত্তম কুমার, মিতলা; চতুর্থ: সাজু। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জিয়াউল হক সিজার।
ময়মনসিংহ: প্রথম: মো. খাইরুল ইসলাম, আকুয়া চোকাইতলা; দ্বিতীয়: অপু, সানকিপাড়া; তৃতীয়: এস এম হালিম, নওমহল; চতুর্থ: সোহান মিয়া, ঢোলাদিয়া, তালতলা।
যশোর: প্রথম: শিমুল আহমেদ পলাশ, সরকারি এমএম কলেজ; দ্বিতীয়: রিপন, ঘোপ; তৃতীয়: ফাহিম ফুয়াদ, ঘোপ; চতুর্থ: দোলোয়ার হোসেন দিলশান, ষষ্টিতলাপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের প্রভাষক মোফাজ্জেল হোসেন।
ফরিদপুর: প্রথম: শিতল বণিক ওরফে বাপ্পি, শান্তিবাগ; দ্বিতীয়: ঋতুপর্ণা রায়, নিলটুলী; তৃতীয়: কবির মিয়া, গোয়ালচামট; চতুর্থ: অভিজিৎ রায়, ঝিলটুলী। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সংগঠক নির্মলেন্দু চক্রবর্তী।
কুমিল্লা: প্রথম: রফিক আহমেদ, ফুলতলী হাউস, সুজানগর; দ্বিতীয়: জুয়েল, কান্দিরপাড়; তৃতীয়: দিদার মাহবুব, শাসনগাছা; চতুর্থ: অনির্বাণ রায়, পুরাতন চৌধুরীপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূরুর রহমান।
পাবনা: প্রথম: সায়ন আশরাফী, জেলাপাড়া; দ্বিতীয়: প্রকৃতিরঞ্জন বড়ুয়া, কালাচাঁদপাড়া; তৃতীয়: বদরুন নাহার, মোকছেদপুর; চতুর্থ: সঞ্জয়কুমার ঘোষ, শালগাড়ীয়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামিম রায়হান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোপালপুর ক্লাব।
বগুড়া: প্রথম: মোফাজ্জল হোসেন, নিশিন্দারা মধ্যপাড়া; দ্বিতীয়: বৃষ্টি খন্দকার, বেগম রোকেয়া হল, কামারগাড়ি; তৃতীয়: এম এ করিম, হেলাল ছাত্রবাস; চতুর্থ: আল ফারুক হোসেন, উপশহর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক কৃতী খেলোয়াড় মিজানুর রহমান।
কক্সবাজার: প্রথম: সুফিয়া আকতার, টেকপাড়া; দ্বিতীয়: প্রসেনজিত চক্রবর্তী, হাসপাতাল সড়ক; তৃতীয়: টিটু দাশ, সুবর্ণা লন্ড্রি, প্রধান সড়ক; চতুর্থ: কোহিনূর আকতার, মা ও শিশুকল্যাণকেন্দ্র। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. সিরাজুল হক।
রাঙামাটি: প্রথম: অমৃতা চাকমা, খাদ্যগুদামপাড়া; দ্বিতীয়: ছন্দসেন চাকমা, চক্রপাড়া; তৃতীয়: সুজল দেওয়ান, ১ নম্বর পাথরঘাটা; চতুর্থ: মনান চাকমা, কাটা পাহাড়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপড়ী চাকমা, সংগীতশিক্ষক, মোনঘর প্রি-ক্যাডেট স্কুল, রাঙ্গাপানি, রাঙামাটি।
নোয়াখালী: প্রথম: ইয়াছিন, মাইজদী; দ্বিতীয়: রুমন, সেন ভবন, নাপিতেরপুল; তৃতীয়: তাছলিম আহম্মেদ, দত্তেরহাট; চতুর্থ: তানভীর আহমেদ, চৌধুরী মঞ্জিল, হাসপাতাল রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি বাসব সরকার।
ফেনী: প্রথম: নাবিহা, চাড়িপুর; দ্বিতীয়: মমতাজ, ফেনী ক্লিনিক; তৃতীয়: মো. ফয়সল নান্টু, তাকিয়া রোড; চতুর্থ: তানজিয়া, এসএস রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোস্তানছুর রহমান চীেধুরী।
কুষ্টিয়া: প্রথম: মুর্তজা কামাল রাজু, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক; দ্বিতীয়: সাইফুন নাহার স্বপ্না, কলাবাগান মাঠ, আমলাপাড়া; তৃতীয়: তৌফিক-ই-এলাহী সামি, কালীবাড়ি লেন; চতুর্থ: গৌরচন্দ্র পাল, হেমচন্দ্র লাহিড়ী লেন । ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ কাজী ইমদাদুল বাসার রিপন।
কিশোরগঞ্জ: প্রথম: জুলহাস উদ্দিন; দ্বিতীয়: কাউসার আহমেদ; তৃতীয়: মো. রাফিউল্লাহ; চতুর্থ: নিলয় সেন শান্ত। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট ক্রীড়ামোদী মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গণি।
কুড়িগ্রাম: প্রথম: মো. মাইদুল ইসলাম, তালতলা কলেজপাড়া; দ্বিতীয়: মো. সফিকুল ইসলাম, শুভ ছাত্রাবাস, তালতলা; তৃতীয়: মমিনুল ইসলাম, পুরাতন পোস্ট অফিস পাড়া; চতুর্থ: মো. মনিরুজ্জামান, ডাকবাংলো পাড়া।
সিরাজগঞ্জ: প্রথম: রাসেল, চক কোবদাসপাড়া; দ্বিতীয়: সাজিতা দিল তাসমীম, বাহিরগোলা; তৃতীয়: মোহাম্মদ আলী, সিরাজী সড়ক; চতুর্থ: সাকিব সোবাহান বাহিরগোলা রোড। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নুরুল আমিন।
বরগুনা: প্রথম: গোলাম রসুল, ডিকেপি সড়ক; দ্বিতীয়: খাইরুল ইসলাম, মসজিদ মার্কেট; তৃতীয়: এ এইচ ইখলাস, চরকলোনী; চতুর্থ: রিয়াজ, আমতলাপাড়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আবদুল্লাহেল বাকি।
ভৈরব: প্রথম: মোয়াজ্জেম, কাচারি রোড; দ্বিতীয়: শাহরিয়ার, কালিপুর; তৃতীয়: আরমান জেকি, কালিপুর; চতুর্থ: মনির, কামলপুর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকলি খেলাঘর ভৈরব শাখার সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ, নাট্যকর্মী সাগর রহমান, অধ্যাপক সেলিনা আক্তার।
পটুয়াখালী: প্রথম: মো. মহিবুল্লাহ, সবুজবাগ ; দ্বিতীয়: নিবিড়, মিঠাপুকুর পাড়; তৃতীয়: আলমগীর, নতুন বাজার; চতুর্থ: মনোজ দাস, পুরান বাজার। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি স্বপন ব্যানার্জি, ফুটবল প্রশিক্ষক বাদল হালদার।
টাঙ্গাইল: প্রথম: এহসানুল হক খান শাহীন, আকুরটাকুরপাড়া; দ্বিতীয়: রিপন সাহা জয়, প্যাড়াডাইস পাড়া; তৃতীয়: অনিক, আশেকপুর; চতুর্থ: মীর আসিফ ফরহাদ, থানাপাড়া। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ছানোয়ার হোসেন।
সাতক্ষীরা: প্রথম: ইয়াসমিন আরা লিপি, রুমি ছাত্রী নিবাস; দ্বিতীয়: অরূপকুমার দেবনাথ, মুনজিতপুর; তৃতীয়: ঝর্ণা, রুমি ছাত্রী নিবাস; চতুর্থ: উত্তম মুখার্জি, মুনজিতপুর। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি শফিউল ইসলাম খান।
চাঁপাইনবাবগঞ্জ: প্রথম: রেজাউল হক, রাজারামপুর-মাস্টারপাড়া; দ্বিতীয়: আব্দুর রাজ্জাক, ফুলকুড়ি উচ্চবিদ্যালয়; তৃতীয়: ফারজানা সূচনা, হরিপুর-মিয়াপাড়া; চতুর্থ: গোলাম আরিফ, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় ছাত্রাবাস। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষক হুমায়ন কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক শহীদুল হক।
No comments