রোনালদোর আবেদন নাকচ
ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো কিছুই যেন ঠিকঠাকভাবে হচ্ছে না এবার। এই যেমন আইভরিকোস্টের বিপক্ষে পাওয়া হলুদ কার্ডের বিরুদ্ধে যে আবেদন করেছিলেন, সেটা ফিফার ডিসিপ্লিনারি কমিটির দেয়ালে লেগে ফিরে এসেছে। হলুদ কার্ডটা বহালই থাকছে বিশ্বের সবেচেয়ে দামি খেলোয়াড়ের। ওয়েবসাইট।
পর্তুগাল দলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই ব্যাপারে রেফারিই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাই ফিফা আমাদের আপিল নাকচ করে দিয়েছে।’ ফিফার সিদ্ধান্তে মোটেও খুশি নন রোনালদো, বেজায় নাখোশ সতীর্থরাও। পর্তুগালের মিডফিল্ডার রাউল মিরেলেজ জানিয়েছেন তাঁর অসন্তোষের কথা, ‘ক্রিস্টিয়ানো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পরিস্থিতি যেমন ছিল তাতে ও তেমন কিছুই করেনি অথচ একটা হলুদ কার্ড দেখতে হলো!’
পর্তুগাল দলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই ব্যাপারে রেফারিই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাই ফিফা আমাদের আপিল নাকচ করে দিয়েছে।’ ফিফার সিদ্ধান্তে মোটেও খুশি নন রোনালদো, বেজায় নাখোশ সতীর্থরাও। পর্তুগালের মিডফিল্ডার রাউল মিরেলেজ জানিয়েছেন তাঁর অসন্তোষের কথা, ‘ক্রিস্টিয়ানো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পরিস্থিতি যেমন ছিল তাতে ও তেমন কিছুই করেনি অথচ একটা হলুদ কার্ড দেখতে হলো!’
No comments