যুক্তরাষ্ট্রে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এক যাত্রীর
যুক্তরাষ্ট্রে গত শুক্রবার অভ্যন্তরীণ একটি ফ্লাইটের এক যাত্রী বিমানের ভেতর পানি ছিটিয়ে দেন ও তা উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ক্রু ও কয়েকজন যাত্রী মিলে তাঁকে কাবু করার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। তবে পাইলট বিমানটির গতিপথ বদলে আগেই অন্যত্র অবতরণ করেছিলেন।
লস অ্যাঞ্জেলেস থেকে টাম্পাগামী বিমানটির যাত্রী স্ট্যানলি ডোয়াইন শেফিল্ড প্রথম শ্রেণীর একটি কেবিনে পানি ছিটিয়ে দেন, একটি কেবিনের দরজা খোলার চেষ্টা করেন এবং বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিমানের ক্রু সদস্য ও যাত্রীরা মিলে কাবু করার পর শেফিল্ডকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ কথা জানায়।
এ ঘটনায় ডেল্টা বিমান সংস্থার ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে নিউ মেক্সিকোর আলবুকার্কিতে যায়। কয়েক ঘণ্টা পর বিমানটি আলবুকার্কি থেকে টাম্পায় নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় কেউ আহত হননি।
লস অ্যাঞ্জেলেস থেকে টাম্পাগামী বিমানটির যাত্রী স্ট্যানলি ডোয়াইন শেফিল্ড প্রথম শ্রেণীর একটি কেবিনে পানি ছিটিয়ে দেন, একটি কেবিনের দরজা খোলার চেষ্টা করেন এবং বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিমানের ক্রু সদস্য ও যাত্রীরা মিলে কাবু করার পর শেফিল্ডকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ কথা জানায়।
এ ঘটনায় ডেল্টা বিমান সংস্থার ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে নিউ মেক্সিকোর আলবুকার্কিতে যায়। কয়েক ঘণ্টা পর বিমানটি আলবুকার্কি থেকে টাম্পায় নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় কেউ আহত হননি।
No comments