আফগানিস্তানে ক্রসফায়ারে পড়ে চার ছাত্র নিহত
আফগানিস্তানে ক্রসফায়ারে পড়ে গত শুক্রবার চার ছাত্র নিহত হয়েছে। বিদেশি সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির সময় এ ঘটনা ঘটে। সে দেশের শিক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার এ কথা জানায়। খবর এএফপির।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে। গুরবুজ জেলায় মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির সময় ক্রসফায়ারে পড়ে ওই চার ছাত্র নিহত হয়।
নিহত ছাত্রদের আত্মীয় আমির সালিহান বলেন, যে চার ছাত্র নিহত হয়েছে তারা সবাই পরস্পরের আত্মীয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় ওই দিন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে। গুরবুজ জেলায় মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির সময় ক্রসফায়ারে পড়ে ওই চার ছাত্র নিহত হয়।
নিহত ছাত্রদের আত্মীয় আমির সালিহান বলেন, যে চার ছাত্র নিহত হয়েছে তারা সবাই পরস্পরের আত্মীয়।
No comments