মধ্যপ্রাচ্য-সংকট নিরসনে ওবামার হস্তক্ষেপ কামনা আব্বাসের
মধ্যপ্রাচ্য-সংকট নিরসনে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ কামনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সঙ্গে তিনি বলেছেন, অস্থায়ী সীমানা নির্ধারণ করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না।
পশ্চিম তীরের রামাল্লায় গতকাল শনিবার তাঁর ফাতাহ পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আব্বাস বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও আপনার প্রশাসন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাস করেন। তাই মধ্যপ্রাচ্য-সংকট নিরসনের পথ খুঁজে বের করা আপনাদের দায়িত্ব। এই সমস্যা সমাধানে আপনাদেরই উদ্যোগী হতে হবে।’
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেল ইসরায়েল-ফিলিস্তিন কর্তৃপক্ষকে জানান, ওবামা চান শিগগিরই দুই পক্ষের আলোচনার ভিত্তিতে মধ্যপ্রাচ্য-সংকটের নিরসন হোক।
ইসরায়েলের গণমাধ্যমে সম্প্রতি বলা হয়েছে, সাময়িকভাবে সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিতে পারে ইসরায়েল। তবে এ ধরনের কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
পশ্চিম তীরের রামাল্লায় গতকাল শনিবার তাঁর ফাতাহ পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আব্বাস বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও আপনার প্রশাসন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাস করেন। তাই মধ্যপ্রাচ্য-সংকট নিরসনের পথ খুঁজে বের করা আপনাদের দায়িত্ব। এই সমস্যা সমাধানে আপনাদেরই উদ্যোগী হতে হবে।’
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেল ইসরায়েল-ফিলিস্তিন কর্তৃপক্ষকে জানান, ওবামা চান শিগগিরই দুই পক্ষের আলোচনার ভিত্তিতে মধ্যপ্রাচ্য-সংকটের নিরসন হোক।
ইসরায়েলের গণমাধ্যমে সম্প্রতি বলা হয়েছে, সাময়িকভাবে সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিতে পারে ইসরায়েল। তবে এ ধরনের কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
No comments