লাফার্জের এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আসছেন আজ
বিশ্বের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারক লাফার্জের এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট মার্টিন ক্রিগনার আজ সোমনার বাংলাদেশ সফরে আসছেন।
সফরকালে ক্রিগনার বাংলাদেশে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের (এলএসসি) ব্যবসায়িক কার্যক্রম ও নীতিমালা পর্যালোচনা করবেন। তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত্ করবেন।
মার্টিন ক্রিগনার ১৯৮৫ সালে ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে ডক্টরেট অব ল এবং ১৯৯০ সালে ভিয়েনার ইউনিভার্সিটি অব ইকোনমিক্স থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে অস্ট্রিয়ার লাফার্জ পার্লমুজারের প্রধান নির্বাহী কর্মকর্তার সহকারী পদে লাফার্জ গ্রুপে যোগ দেন। ২০০২ সালে ক্রিগনার লাফার্জ ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ২০০৫ সালে তিনি লাফার্জ এশিয়ার রিজিওনাল প্রেসিডেন্ট এবং ২০০৮ সালে পশ্চিম এশিয়া অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। এ ছাড়া তিনি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত রয়েছেন।
সফরকালে ক্রিগনার বাংলাদেশে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের (এলএসসি) ব্যবসায়িক কার্যক্রম ও নীতিমালা পর্যালোচনা করবেন। তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত্ করবেন।
মার্টিন ক্রিগনার ১৯৮৫ সালে ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে ডক্টরেট অব ল এবং ১৯৯০ সালে ভিয়েনার ইউনিভার্সিটি অব ইকোনমিক্স থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে অস্ট্রিয়ার লাফার্জ পার্লমুজারের প্রধান নির্বাহী কর্মকর্তার সহকারী পদে লাফার্জ গ্রুপে যোগ দেন। ২০০২ সালে ক্রিগনার লাফার্জ ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ২০০৫ সালে তিনি লাফার্জ এশিয়ার রিজিওনাল প্রেসিডেন্ট এবং ২০০৮ সালে পশ্চিম এশিয়া অঞ্চলের রিজিওনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। এ ছাড়া তিনি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত রয়েছেন।
No comments