হাইতির দাতা দেশগুলোর সম্মেলন ৩১ মার্চ শুরু
দাতা দেশগুলো ভূমিকম্প বিধ্বস্ত হাইতির জন্য সাহায্যদানের প্রতিশ্রুতি দেওয়ার লক্ষ্যে নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে ৩১ মার্চ মিলিত হবে ওই সম্মেলনে দেশটির পুনর্গঠনের সহায়তাদানের নির্দেশনার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে।
হইতি এই সম্মেলনে তার দীর্ঘমেয়াদি চাহিদার একটি রূপরেখা উপস্থাপন করবে। ১২ জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দেশটি পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভূমিকম্পে দুই লাখ ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই সম্মেলনের লক্ষ্য হলো, হাইতির উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ করা। এই সহায়তার মাধ্যমে হাইতির দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের জন্য ভিত্তি নির্মাণের কাজ শুরু হবে।
পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ হাইতির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ব্রাজিল, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও স্পেনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করবে।
হইতি এই সম্মেলনে তার দীর্ঘমেয়াদি চাহিদার একটি রূপরেখা উপস্থাপন করবে। ১২ জানুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দেশটি পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভূমিকম্পে দুই লাখ ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই সম্মেলনের লক্ষ্য হলো, হাইতির উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ করা। এই সহায়তার মাধ্যমে হাইতির দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের জন্য ভিত্তি নির্মাণের কাজ শুরু হবে।
পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ হাইতির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ব্রাজিল, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও স্পেনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করবে।
No comments