কিরগিজ বিমান থেকেই গ্রেপ্তার করা হয় রিগিকে
গেরিলা সংগঠন জুন্দুল্লাহর প্রধান আবদুল মালেক রিগিকে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইরান। দেশটি জানিয়েছে, রিগিকে একটি কিরগিজ বিমান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানটি দুবাই থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে যাওয়ার সময় সেটিকে ইরানের বন্দর আব্বাসে জোর করে নামানো হয়। আর ওই বিমান থেকেই রিগি ও তাঁর সহকারী মোল্লাহ মোহাম্মদ জানকে গ্রেপ্তার করা হয়।
রিগিকে কিরগিজ বিমান থেকে গ্রেপ্তারের ইরানের দাবি অস্বীকার করায় কিরগিজ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত জানিয়েছেন, রিগিকে কিরগিজ বিমান থেকে গ্রেপ্তারের সুস্পষ্ট প্রমাণ তাঁদের হাতে আছে। ইরান কর্তৃপক্ষ রিগিকে গ্রেপ্তারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই ভিডিও ফুটেজে বিমানবন্দরে একটি কিরগিজ বিমানকে অপেক্ষা করতে দেখা গেছে। গত বৃহস্পতিবার কিরগিজস্তান তার কোনো বিমান থেকে কোনো বিদেশিকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে।
রিগিকে কিরগিজ বিমান থেকে গ্রেপ্তারের ইরানের দাবি অস্বীকার করায় কিরগিজ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত জানিয়েছেন, রিগিকে কিরগিজ বিমান থেকে গ্রেপ্তারের সুস্পষ্ট প্রমাণ তাঁদের হাতে আছে। ইরান কর্তৃপক্ষ রিগিকে গ্রেপ্তারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই ভিডিও ফুটেজে বিমানবন্দরে একটি কিরগিজ বিমানকে অপেক্ষা করতে দেখা গেছে। গত বৃহস্পতিবার কিরগিজস্তান তার কোনো বিমান থেকে কোনো বিদেশিকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করে।
No comments