ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চিঠি
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাককে হত্যার হুমকি দিয়েছে এক উগ্রপন্থী। সম্প্রতি পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করায় ওই চরমপন্থী একটি চিঠিতে এ হুমকি দেয়। হুমকির পর বারাকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
বারাকের কার্যালয়ের ঠিকানায় পাঠানো ওই চিঠির ভাষ্য ছিল এ রকম—‘জনাব এহুদ বারাক, আপনি যদি মনে করে থাকেন যে জুডেয়া ও সামারিয়া এলাকার বসতি ধ্বংস করবেন, তাহলে ভুল করবেন। ওই ঘটনা ঘটানোর আগেই আমি আপনাকে হত্যা করব।’ চিঠির আরেক জায়গায় বলা হয়েছে, ‘সাবধান থাকবেন, আমি আপনাকে কিংবা আপনার কোনো প্রিয়জনের ওপরও হামলা করব।’ ওই চিঠির একটি অংশ গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
বারাকের কার্যালয়ের ঠিকানায় পাঠানো ওই চিঠির ভাষ্য ছিল এ রকম—‘জনাব এহুদ বারাক, আপনি যদি মনে করে থাকেন যে জুডেয়া ও সামারিয়া এলাকার বসতি ধ্বংস করবেন, তাহলে ভুল করবেন। ওই ঘটনা ঘটানোর আগেই আমি আপনাকে হত্যা করব।’ চিঠির আরেক জায়গায় বলা হয়েছে, ‘সাবধান থাকবেন, আমি আপনাকে কিংবা আপনার কোনো প্রিয়জনের ওপরও হামলা করব।’ ওই চিঠির একটি অংশ গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments