প্রভাকরণের অস্ত্র ও বর্ম উদ্ধার
শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার অব তামিল ইলমের (এলটিটিই) সাবেক নেতা প্রয়াত ভেলুপিল্লাই প্রভাকরণের ব্যবহূত আগ্নেয়াস্ত্র ও বর্ম পাওয়া গেছে বলে দাবি করেছে সে দেশের সরকার। স্থানীয় গণমাধ্যম গত মঙ্গলবার এ কথা জানিয়েছে।
গত বছরের ১৮ মে দেশের উত্তর উপকূলে মুল্লাইতিভুর নানথাইকাদাল লেগুন এলাকায় সেনাবাহিনীর অভিযানে নিহত হন এলটিটিইর নেতা প্রভাকরণ।
মুল্লাইতিভুর ভেল্লামুল্লিওয়াইখাল এলাকায় ১৫ ফুট মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্রভাকরণের ব্যবহূত বর্ম ও অস্ত্রের সঙ্গে ৫০টি মর্টার বোমা, ২৫টি বন্দুক ও আত্মহত্যা করতে সহায়তা করে এমন ১২৫টি উপকরণ পাওয়া গেছে।
উদ্ধার হওয়া একটি এম১৬এ২-এর সঙ্গে একটি গ্রেনেড লঞ্চার প্রভাকরণ ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহার করতেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
এলটিটিইর অস্ত্রাগারের সন্ধানে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে।
গত বছরের ১৮ মে দেশের উত্তর উপকূলে মুল্লাইতিভুর নানথাইকাদাল লেগুন এলাকায় সেনাবাহিনীর অভিযানে নিহত হন এলটিটিইর নেতা প্রভাকরণ।
মুল্লাইতিভুর ভেল্লামুল্লিওয়াইখাল এলাকায় ১৫ ফুট মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্রভাকরণের ব্যবহূত বর্ম ও অস্ত্রের সঙ্গে ৫০টি মর্টার বোমা, ২৫টি বন্দুক ও আত্মহত্যা করতে সহায়তা করে এমন ১২৫টি উপকরণ পাওয়া গেছে।
উদ্ধার হওয়া একটি এম১৬এ২-এর সঙ্গে একটি গ্রেনেড লঞ্চার প্রভাকরণ ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহার করতেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
এলটিটিইর অস্ত্রাগারের সন্ধানে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে।
No comments