লাদেনের ছোট ছেলে ইরান ছেড়ে সিরিয়ায়
আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে গত ডিসেম্বরের শেষ নাগাদ ইরান ছেড়ে সিরিয়ায় গেছে। সে এখন সে দেশের রাজধানী দামেস্কে অবস্থান করছে। সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন সংবাদপত্র আশার্ক আল-আওসাত গতকাল বুধবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লাদেনের ছেলে বকর বিন লাদেন তাঁর ১৬ বছরের মধ্যে সর্বশেষ আটটি বছরই ইরানে কাটায়। লন্ডনভিত্তিক সৌদি নিয়ন্ত্রণাধীন এই পত্রিকাটি লাদেনের আরেক ছেলে ওমর বিন লাদেনের বরাত দিয়ে এ কথা জানায়। ওমর বলেন, দামেস্কে গত ২৫ ডিসেম্বর তাঁদের সিরীয় মা নাজওয়া আল-ঘানিমের সঙ্গে বকরের ফের দেখা হয়েছে।
ওমরের উদ্ধৃতি দিয়ে আশার্ক আল-আওসাত জানায়, ‘আমার ভাই বকর বড়দিনে তেহরান থেকে দামেস্কে পৌঁছান। ছেলেকে কাছে পেয়ে মা খুবই খুশি হয়েছেন। পুরো পরিবারে আনন্দ বয়ে এসেছে।’ ওমর বলেন, ‘কিন্তু আমাদের আনন্দ সেদিনই পূর্ণ হবে, যেদিন পরিবারের অন্য সদস্যরা তেহরান থেকে নিরাপদে সিরিয়ায় চলে আসতে পারবে।’ ওমর বর্তমানে কাতারে বসবাস করছেন।
তেহরানে গৃহবন্দী অবস্থায় থাকা লাদেনের পরিবারের অন্য সদস্যদের ভাগ্য সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।
লাদেনের ছেলে বকর বিন লাদেন তাঁর ১৬ বছরের মধ্যে সর্বশেষ আটটি বছরই ইরানে কাটায়। লন্ডনভিত্তিক সৌদি নিয়ন্ত্রণাধীন এই পত্রিকাটি লাদেনের আরেক ছেলে ওমর বিন লাদেনের বরাত দিয়ে এ কথা জানায়। ওমর বলেন, দামেস্কে গত ২৫ ডিসেম্বর তাঁদের সিরীয় মা নাজওয়া আল-ঘানিমের সঙ্গে বকরের ফের দেখা হয়েছে।
ওমরের উদ্ধৃতি দিয়ে আশার্ক আল-আওসাত জানায়, ‘আমার ভাই বকর বড়দিনে তেহরান থেকে দামেস্কে পৌঁছান। ছেলেকে কাছে পেয়ে মা খুবই খুশি হয়েছেন। পুরো পরিবারে আনন্দ বয়ে এসেছে।’ ওমর বলেন, ‘কিন্তু আমাদের আনন্দ সেদিনই পূর্ণ হবে, যেদিন পরিবারের অন্য সদস্যরা তেহরান থেকে নিরাপদে সিরিয়ায় চলে আসতে পারবে।’ ওমর বর্তমানে কাতারে বসবাস করছেন।
তেহরানে গৃহবন্দী অবস্থায় থাকা লাদেনের পরিবারের অন্য সদস্যদের ভাগ্য সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।
No comments