দুই শিশু হত্যা সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
রাজধানীর
কোনাপাড়ায় শিশু ফারিয়া আক্তার দোলা (৪) ও নুসরাত (৪)কে শ্বাসরোধে হত্যা
করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত
আসামিকেও চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত আসামি গা-ঢাকা
দিয়ে থাকলেও যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। এজন্য প্রয়োজনীয় সব
পদক্ষেপ নেয়া হয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান
মানবজমিনকে বলেন, আমরা ধারণা করছি ওই দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা
হয়েছে। তদন্ত চলছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে
সক্ষম হবো বলে আশা করছি। এদিকে গতকাল দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ
মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ফারিয়া ও নুসরাতের ময়নাতদন্ত হয়েছে।
পুলিশ সুরতহাল রিপোর্টে নুসরাতের কপালে ও বাম চোখের উপরে এবং নাকের উপরে
কালো দাগের কথা উল্লেখ করেছে।
এ ছাড়া ফারিয়ার গলার ডান পাশের সামনের দিকে কালো দাগের কথা উল্লেখ করেছে। এর আগে সোমবার রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া ফারিয়ার গলার ডান পাশের সামনের দিকে কালো দাগের কথা উল্লেখ করেছে। এর আগে সোমবার রাতে ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের নাসিমা ভিলার নিচতলার একটি কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
No comments