আগামীদিনে বিজেপির রাজনৈতিক অস্তিত্ব থাকবে না: অভিষেক
ভারতের
পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
বলেছেন, আগামীদিনে বিজেপি’র কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের কুচবিহারের রাসমেলা ময়দানে এক জনসভায় ভাষণ দেয়ার
সময় ওই মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘আমরা সিপিএমের মতো নাস্তিক নই এবং বিজেপির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না। আমি মনে করি ঈশ্বর পূজনীয়, কোনোদিন রাজনৈতিক স্বার্থে ব্যবহার্য নয়। ‘রাম’ ও ‘বজরংবলি’কে নিয়ে ওঁরা রাজনীতি করছে। মানুষকে ধর্ম গেলাচ্ছে, মানুষ তাদেরকেই আজ দুই গালে দুই থাপ্পড় মেরে বসিয়ে ওঁদের জামানত বাজেয়াপ্ত করেছে। আগামীদিনে আমি নিশ্চিত ওঁরা গোটা দেশে দেড়শ’ আসনও পাবে না।’ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, যে ‘গরু’ তোমাদেরকে ২০১৪ সালে দুধ দিয়েছিল, সেই ‘গরু’ই আগামীদিন তোমাদের ‘মুখে গোবর লেপে দেবে’। তোমাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব এই মাটিতে আর থাকবে না।’ তিনি বলেন, বিজেপি দিল্লিতে বারোশ’ কোটি টাকা খরচ করে ‘সেভেন স্টার’ পার্টি অফিস তৈরি করেছে। অন্যদিকে, তৃণমূল ২০১১ সালে ক্ষমতায় আসার আগে কোলকাতার বুকে যে পার্টি অফিস ছিল, তাঁর নাম ‘তৃণমূল ভবন’। যে অবস্থায় দশ বছর আগে ছিল আজও সেই একই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রধান কার্যালয় রয়েছে। এতেই প্রমাণিত হয় যে, মানুষকে ভুল বুঝিয়ে, টাকা নয়-ছয় করে তৃণমূল রাজনীতি করে না।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৯ জানুয়ারি কোলকাতার ব্রিগেড ময়দানে বিজেপি বিরোধী সর্বভারতীয় নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় সরকার থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য সবাইকে আহ্বান জানান। |
No comments