নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ৬৫
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দামাতুরু শহরে গত শুক্রবার সিরিজ বোমা হামলায় ৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০০ জন। দামাতুরু শহরের পুলিশের সদর দপ্তর, তিনটি পুলিশ স্টেশন এবং কয়েকটি গির্জাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা গতকাল শনিবার জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার (গ্রিনিচ মান সময় ১৭টা ৩০ মিনিট) দিকে হামলা শুরু হয়। এরপর দেড় ঘণ্টা সময় ধরে পর পর বোমা বিস্ফোরিত হয়। এ সময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। এর আগে পার্শ্ববর্তী বোরনো প্রদেশের মেইদুগুরি শহরের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টার পর দামাতুরুতে এই সিরিজ বোমা হামলা চালানো হয়
স্থানীয় ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানান, দামাতুরুর সরকারি হাসপাতাল আহত লোকজনে ভরে গেছে। তিনি বলেন, ‘আমি যদি বলি হামলায় শত শত ব্যক্তি আহত হয়েছে তাহলে সেটা অতিরঞ্জিত হবে না, যত্রতত্র আহত লোকজন পড়ে আছে।’ তবে হামলায় কতজন নিহত হয়েছে তা জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি হাসপাতালটিতে ৬০ জনের মৃতদেহ দেখেছি। সব মৃতদেহ শুক্রবারের হামলাস্থলগুলো থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আমার নিখোঁজ এক বন্ধুর সন্ধানে এসেছি।’ তিনি জানান, হাসপাতালটিতে উদ্বিগ্ন স্বজনেরা তাঁদের প্রিয়জনের সন্ধানে জড়ো হচ্ছেন
প্রত্যক্ষদর্শীরা গতকাল শনিবার জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার (গ্রিনিচ মান সময় ১৭টা ৩০ মিনিট) দিকে হামলা শুরু হয়। এরপর দেড় ঘণ্টা সময় ধরে পর পর বোমা বিস্ফোরিত হয়। এ সময় বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। এর আগে পার্শ্ববর্তী বোরনো প্রদেশের মেইদুগুরি শহরের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টার পর দামাতুরুতে এই সিরিজ বোমা হামলা চালানো হয়
স্থানীয় ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানান, দামাতুরুর সরকারি হাসপাতাল আহত লোকজনে ভরে গেছে। তিনি বলেন, ‘আমি যদি বলি হামলায় শত শত ব্যক্তি আহত হয়েছে তাহলে সেটা অতিরঞ্জিত হবে না, যত্রতত্র আহত লোকজন পড়ে আছে।’ তবে হামলায় কতজন নিহত হয়েছে তা জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি হাসপাতালটিতে ৬০ জনের মৃতদেহ দেখেছি। সব মৃতদেহ শুক্রবারের হামলাস্থলগুলো থেকে নিয়ে আসা হয়েছে। এখানে আমার নিখোঁজ এক বন্ধুর সন্ধানে এসেছি।’ তিনি জানান, হাসপাতালটিতে উদ্বিগ্ন স্বজনেরা তাঁদের প্রিয়জনের সন্ধানে জড়ো হচ্ছেন
No comments