আবারও হার আর্সেনালের
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বাজে পারফরমেন্স অব্যাহত আছে। লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর এবার নিচের সারির দল ব্ল্যাকবার্ন রোভর্সের কাছেও হেরে গেছে গানাররা। দ্বিতীয়ার্ধে দুটি আত্মঘাতী গোলের মাশুল দিয়ে ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।
ব্ল্যাকবার্নের মাঠে গতকাল প্রথমার্ধের ১০ মিনিটেই গার্ভিনহোর গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ২৫ মিনিটে সেই গোল শোধ করেন ব্ল্যাকবার্ন স্ট্রাইকার ইয়াকুবু আইয়েগবেনি। ৩৪ মিনিটে আবার আর্সেনালকে চালকের আসনে বসান মিকেল আর্টেটা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে আর্সেনাল-সমর্থকদের হতাশায় ডোবান অ্যালেক্স সঙ ও লরেন্ত কোসচেনি। মাঝে ৫৯ মিনিটে ব্ল্যাকবার্নের পক্ষে নিজের দ্বিতীয় গোলটি করেন আইয়েগবেনি। ৪-২ ব্যবধানে এগিয়ে জয় প্রায় নিশ্চিতই করে ফেলে ব্ল্যাকবার্ন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আর্সেনালের বদলি স্ট্রাইকার মারোউনে চামাক আরেকটি গোল করলেও হার এড়াতে পারে নি তারা।
প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ ম্যাচ শেষে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে আছে আর্সেনাল।
ব্ল্যাকবার্নের মাঠে গতকাল প্রথমার্ধের ১০ মিনিটেই গার্ভিনহোর গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ২৫ মিনিটে সেই গোল শোধ করেন ব্ল্যাকবার্ন স্ট্রাইকার ইয়াকুবু আইয়েগবেনি। ৩৪ মিনিটে আবার আর্সেনালকে চালকের আসনে বসান মিকেল আর্টেটা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে আর্সেনাল-সমর্থকদের হতাশায় ডোবান অ্যালেক্স সঙ ও লরেন্ত কোসচেনি। মাঝে ৫৯ মিনিটে ব্ল্যাকবার্নের পক্ষে নিজের দ্বিতীয় গোলটি করেন আইয়েগবেনি। ৪-২ ব্যবধানে এগিয়ে জয় প্রায় নিশ্চিতই করে ফেলে ব্ল্যাকবার্ন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আর্সেনালের বদলি স্ট্রাইকার মারোউনে চামাক আরেকটি গোল করলেও হার এড়াতে পারে নি তারা।
প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ ম্যাচ শেষে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে আছে আর্সেনাল।
No comments