মেসির হ্যাটট্রিকে বড় জয় বার্সার
স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগে টানা দুটি ম্যাচে ড্রয়ের পর আবার দুর্দান্ত দাপটে ঘুড়ে দাঁড়িয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে গতকাল মেসির হ্যাটট্রিকে ওসাসুনাকে গোলবন্যায় ভাসিয়েছে কাতালানরা। ৮-০ গোলের এই বিশাল জয়ে বাকি গোলগুলো এসেছে ভিয়া, ফেব্রিগাস ও জাভির পা থেকে।
খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় ওসাসুনাকে প্রথম গোলটি দেন মেসি। ১৩ মিনিটে মেসির পাস থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফেব্রিগাস। ৩৪ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন ডেভিড ভিয়া। এরপর ৪০ মিনিটে আত্মঘাতী গোল করে ওসাসুনার জন্য ম্যাচটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেন ডিফেন্ডার রোভারসিও। দুর্ভাগ্যজনক এই গোলের ধাক্কা তাদের সামলে ওঠারও সুযোগ দেননি মেসি। পরের মিনিটেই করেছেন নিজের দ্বিতীয় গোলটি। বার্সেলোনাও প্রথমার্ধ শেষ করে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মেসির পাস থেকে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন জাভি। ৭৬ মিনিটে আরেকটি গোল আসে ভিয়ার পাস থেকে। আর তিন মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ওসাসুনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ৮-০ গোলের জয় পায় বার্সেলোনা।
খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় ওসাসুনাকে প্রথম গোলটি দেন মেসি। ১৩ মিনিটে মেসির পাস থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফেব্রিগাস। ৩৪ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন ডেভিড ভিয়া। এরপর ৪০ মিনিটে আত্মঘাতী গোল করে ওসাসুনার জন্য ম্যাচটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেন ডিফেন্ডার রোভারসিও। দুর্ভাগ্যজনক এই গোলের ধাক্কা তাদের সামলে ওঠারও সুযোগ দেননি মেসি। পরের মিনিটেই করেছেন নিজের দ্বিতীয় গোলটি। বার্সেলোনাও প্রথমার্ধ শেষ করে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মেসির পাস থেকে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন জাভি। ৭৬ মিনিটে আরেকটি গোল আসে ভিয়ার পাস থেকে। আর তিন মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ওসাসুনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ৮-০ গোলের জয় পায় বার্সেলোনা।
No comments