আনসার-ভিডিপির কাছে আবাহনীর হার
মহিলা ক্লাব কাপ ক্রিকেটে প্রথম পরাজয়ের স্বাদ পেল আবাহনী। কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আনসার-ভিডিপির কাছে ৭৭ রানে হেরে গেছে তারা।
রেশমা আক্তারের ৪৮ রানের সৌজন্যে ৪০ ওভারে ১৬১ রান করেছে আনসার-ভিডিপি। জবাবে পুরো ৪০ ওভার ব্যাট করেও ৭ উইকেট হারিয়ে আবাহনী করেছে ৮৪ রান। মুনতাহা খাতুন সর্বোচ্চ ৩৫ রান করেছেন। আবাহনীর সুপ্রিয়া দাস ৩১ রানে ৪টি এবং আনসার-ভিডিপির পান্না ঘোষ ১৭ রানে ২টি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা খেলোয়াড় জয়ী দলের রেশমা।
রেশমা আক্তারের ৪৮ রানের সৌজন্যে ৪০ ওভারে ১৬১ রান করেছে আনসার-ভিডিপি। জবাবে পুরো ৪০ ওভার ব্যাট করেও ৭ উইকেট হারিয়ে আবাহনী করেছে ৮৪ রান। মুনতাহা খাতুন সর্বোচ্চ ৩৫ রান করেছেন। আবাহনীর সুপ্রিয়া দাস ৩১ রানে ৪টি এবং আনসার-ভিডিপির পান্না ঘোষ ১৭ রানে ২টি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা খেলোয়াড় জয়ী দলের রেশমা।
No comments