বাজারে নতুন এয়ার কন্ডিশনার নিয়ে এল প্যানাসনিক
প্যানাসনিক এয়ার কন্ডিশনারের ডিলার সম্মেলন সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্যানাসনিকের তিনটি নতুন মডেলের বিদ্যুৎসাশ্রয়ী এয়ার কন্ডিশনারের বিপণন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। মডেলগুলো হচ্ছে এনভিও-আই টু, এনভিও-পি টু এবং স্ট্যান্ডার্ড। এ ছাড়া অনুষ্ঠানে র্যাক ও বির্যাকসহ ফ্লোর স্ট্যান্ডের বিভিন্ন বাণিজ্যিক মডেল উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন এম কে ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান, মহাব্যবস্থাপক নিকোলাস চুয়া ও ঊর্ধ্বতন বিক্রয় নির্বাহী জেফ সের।
এতে প্যানাসনিকের তিনটি নতুন মডেলের বিদ্যুৎসাশ্রয়ী এয়ার কন্ডিশনারের বিপণন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। মডেলগুলো হচ্ছে এনভিও-আই টু, এনভিও-পি টু এবং স্ট্যান্ডার্ড। এ ছাড়া অনুষ্ঠানে র্যাক ও বির্যাকসহ ফ্লোর স্ট্যান্ডের বিভিন্ন বাণিজ্যিক মডেল উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন এম কে ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান, মহাব্যবস্থাপক নিকোলাস চুয়া ও ঊর্ধ্বতন বিক্রয় নির্বাহী জেফ সের।
No comments