হন্ডুরাসে এক বেতার সাংবাদিক নিহত
হন্ডুরাসের উপকূলীয় শহর টোকোয়াতে রোববার রাতে বন্দুকধারীদের গুলিতে এক বেতার সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে চলতি মাসে তিনজন সাংবাদিক নিহত হলেন। কর্মকর্তারা গত সোমবার এ কথা জানান।
নিরাপত্তা অফিসের মুখপাত্র লিওনেল সসিদা জানান, ৩৪ বছর বয়স্ক বেতার প্রতিবেদক নাহাম প্যালাসিয়স আরতেগা রাস্তায় গাড়ি চালানোর সময় দুটি গাড়ি তাঁর পথ রোধ করে। এরপর বন্দুকধারীরা তাঁর ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
নিরাপত্তা অফিসের মুখপাত্র লিওনেল সসিদা জানান, ৩৪ বছর বয়স্ক বেতার প্রতিবেদক নাহাম প্যালাসিয়স আরতেগা রাস্তায় গাড়ি চালানোর সময় দুটি গাড়ি তাঁর পথ রোধ করে। এরপর বন্দুকধারীরা তাঁর ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
No comments