আফগান যুদ্ধ নিয়ে ওবামা-কারজাই আলোচনা
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত সোমবার কারজাইয়ের সঙ্গে এক ঘণ্টার বেশি স্থায়ী ভিডিও কনফারেন্সে স্থিতিশীল আফগানিস্তান গড়ে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন ওবামা।
আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর এক লাখ ২১ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। আগামী আগস্ট মাস নাগাদ এ সংখ্যা দেড় লাখে উন্নীত হবে।
বিবৃতিতে বলা হয়, চরমপন্থী নয় এমন তালেবান বিদ্রোহীদের জন্য কীভাবে অস্ত্র সমর্পণ কর্মসূচি চালু করা যায়, তা নিয়ে আলোচনা করেন কারজাই ও ওবামা। এ জন্য কর্মসংস্থান ও নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এ ব্যাপারে কারজাই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট।
বিবৃতিতে বলা হয়, গত সোমবার কারজাইয়ের সঙ্গে এক ঘণ্টার বেশি স্থায়ী ভিডিও কনফারেন্সে স্থিতিশীল আফগানিস্তান গড়ে তোলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন ওবামা।
আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর এক লাখ ২১ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। আগামী আগস্ট মাস নাগাদ এ সংখ্যা দেড় লাখে উন্নীত হবে।
বিবৃতিতে বলা হয়, চরমপন্থী নয় এমন তালেবান বিদ্রোহীদের জন্য কীভাবে অস্ত্র সমর্পণ কর্মসূচি চালু করা যায়, তা নিয়ে আলোচনা করেন কারজাই ও ওবামা। এ জন্য কর্মসংস্থান ও নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এ ব্যাপারে কারজাই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট।
No comments