চিলিতে আবারও ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে আবারও এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক সাত। গতকাল সোমবার রাতে কনসেপসিওন শহর থেকে ৪৫ মাইল উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরের ৩৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল।
গত ২৭ ফেব্রুয়ারি চিলিতে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ লোক নিহত হয়। পাশাপাশি ভবন, বাড়ি ও কলকারখানার ব্যাপক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার কোটি ডলার।
গত ২৭ ফেব্রুয়ারি চিলিতে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়। ওই ভূমিকম্পে প্রায় ৫০০ লোক নিহত হয়। পাশাপাশি ভবন, বাড়ি ও কলকারখানার ব্যাপক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার কোটি ডলার।
No comments