‘কার্লোস দ্য জ্যাকল’কে ভেনেজুয়েলায় ফিরিয়ে আনার দাবি
খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভেনেজুয়েলার সন্ত্রাসী ‘কার্লোস দ্য জ্যাকল’কে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। বর্তমানে তিনি ফ্রান্সের একটি কারাগারে আটক আছেন।
কমিউনিস্ট পার্টির মুখপাত্র পেদ্রো ইউসে বলেন, প্রেসিডেন্ট হুগো শাভেজের প্রশাসনের উচিত ফ্রান্সের প্রশাসনকে বলে কার্লোসকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।
ভেনেজুয়েলার বংশোদ্ভূত কার্লোসের আসল নাম ইলিচ রামিরেজ সানচেজ। এক সংবাদ সম্মেলনে পেদ্রো দাবি করেন, সানচেজের শরীর এমনিতেই নাজুক। তিনি কারাগারে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
পেদ্রো ইউসের দাবির ব্যাপারে শাভেজের প্রশাসন কিংবা ফ্রান্স কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বহু খুনের মামলায় অভিযুক্ত সানচেজ প্যারিসে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
সানচেজ একজন ‘বিপ্লবী যোদ্ধা’ ছিলেন উল্লেখ করে শাভেজ বলেন, তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে যোগ দিয়েছিলেন।
কমিউনিস্ট পার্টির মুখপাত্র পেদ্রো ইউসে বলেন, প্রেসিডেন্ট হুগো শাভেজের প্রশাসনের উচিত ফ্রান্সের প্রশাসনকে বলে কার্লোসকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।
ভেনেজুয়েলার বংশোদ্ভূত কার্লোসের আসল নাম ইলিচ রামিরেজ সানচেজ। এক সংবাদ সম্মেলনে পেদ্রো দাবি করেন, সানচেজের শরীর এমনিতেই নাজুক। তিনি কারাগারে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
পেদ্রো ইউসের দাবির ব্যাপারে শাভেজের প্রশাসন কিংবা ফ্রান্স কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বহু খুনের মামলায় অভিযুক্ত সানচেজ প্যারিসে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
সানচেজ একজন ‘বিপ্লবী যোদ্ধা’ ছিলেন উল্লেখ করে শাভেজ বলেন, তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে যোগ দিয়েছিলেন।
No comments