থাইল্যান্ডে আরও তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার
থাই সরকার গতকাল সোমবার জানিয়েছে, দেশটির আরও তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা বহাল থাকবে। রাজধানীতে বিরোধী দলের ব্যাপক বিক্ষোভ অবসানের প্রায় তিন মাস পর এসব প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।
সরকারের মুখপাত্র পনিতান ওয়াত্তানায়াগোর্ন জানান, প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া থাইল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চিয়াংমাই, চিয়াং রাই ও উবন রতচাথানি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, থাইল্যান্ডের ৭৬টি প্রদেশের সাতটিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এ আইনের আওতায় পাঁচজনের অধিক লোক একত্র হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।
সরকারের মুখপাত্র পনিতান ওয়াত্তানায়াগোর্ন জানান, প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া থাইল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চিয়াংমাই, চিয়াং রাই ও উবন রতচাথানি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, থাইল্যান্ডের ৭৬টি প্রদেশের সাতটিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এ আইনের আওতায় পাঁচজনের অধিক লোক একত্র হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়।
No comments