কাশ্মীরে বন্দুকযুদ্ধে চারজন নিহত
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক ভারতীয় সেনা ও সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। গতকাল সোমবার পুলিশ এ কথা জানায়।
পুলিশের একজন মুখপাত্র জানান, গত শনিবার কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা রাজৌরিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ওই তিনজন বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গতকাল সোমবার ভোরে ওই বন্দুকযুদ্ধ শেষ হয়। এতে এক ভারতীয় সেনা ও সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়। এ ছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন আহত হয়।
নিহত জঙ্গিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য বলে ধারণা করা হচ্ছে।
গত রোববার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে জুতা ছুড়ে মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া আবদুল আহাদ জানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশের একজন মুখপাত্র জানান, গত শনিবার কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা রাজৌরিতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ওই তিনজন বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গতকাল সোমবার ভোরে ওই বন্দুকযুদ্ধ শেষ হয়। এতে এক ভারতীয় সেনা ও সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়। এ ছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন আহত হয়।
নিহত জঙ্গিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য বলে ধারণা করা হচ্ছে।
গত রোববার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে জুতা ছুড়ে মারার ঘটনায় গ্রেপ্তার হওয়া আবদুল আহাদ জানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
No comments