ভারতের পশ্চিমবঙ্গে সাংবাদিকদের জন্য পেনশন ঘোষণা
পশ্চিমবঙ্গের সরকার এবার সরকারি তালিকাভুক্ত (অ্যাক্রিডিটেড) সাংবাদিকদের জন্য পেনশন ঘোষণা করেছেন। ৬০ বছর অতিক্রান্ত অবসরে যাওয়া সাংবাদিকেরা প্রতি মাসে দুই হাজার রুপি করে এই পেনশন পাবেন।
রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত গত রোববার ভারতের স্বাধীনতা দিবসে কলকাতা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন।
অসীম দাসগুপ্ত বলেন, পরবর্তী সময়ে পেনশনের অর্থ বাড়ানো হবে। একই সঙ্গে তিনি জানান, সাংবাদিকদের স্বাস্থ্যবিমার আওতায় আনার একটি প্রকল্পও নেওয়া হয়েছে। শিগগিরই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পশ্চিমবঙ্গের সরকার গত ২৭ জুলাই থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস, ট্রাম ও ফেরিতে সাংবাদিকদের বিনা ভাড়ায় চলার সুযোগ দিয়েছে। যেসব সাংবাদিকের তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তাঁরাই পাবেন এই পেনশন এবং বিনা ভাড়ায় বাস-ট্রাম ও ফেরিতে চলার সুযোগ।
এর আগে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতের অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের অর্ধেক ভাড়ায় ট্রেনে চলার সুযোগ দিয়েছেন।
রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত গত রোববার ভারতের স্বাধীনতা দিবসে কলকাতা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন।
অসীম দাসগুপ্ত বলেন, পরবর্তী সময়ে পেনশনের অর্থ বাড়ানো হবে। একই সঙ্গে তিনি জানান, সাংবাদিকদের স্বাস্থ্যবিমার আওতায় আনার একটি প্রকল্পও নেওয়া হয়েছে। শিগগিরই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পশ্চিমবঙ্গের সরকার গত ২৭ জুলাই থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস, ট্রাম ও ফেরিতে সাংবাদিকদের বিনা ভাড়ায় চলার সুযোগ দিয়েছে। যেসব সাংবাদিকের তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তাঁরাই পাবেন এই পেনশন এবং বিনা ভাড়ায় বাস-ট্রাম ও ফেরিতে চলার সুযোগ।
এর আগে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতের অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের অর্ধেক ভাড়ায় ট্রেনে চলার সুযোগ দিয়েছেন।
No comments